logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ১১ আশ্বিন ১৪২৭

  যাযাদি রিপোর্ট   ১১ আগস্ট ২০২০, ০০:০০  

সাফার ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর  ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। শনিবার ৮ আগস্ট সাফার ৬৩তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেলোয়ার হোসেন সাফার নিয়মানুযায়ী ২০২১ সালের সাফার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সার্কভুক্ত অঞ্চলের ৮টি দেশসমূহের পেশাদার হিসাববিদদের সংগঠন হল সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। জনস্বার্থে ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে হিসাববিজ্ঞান পেশার মান বজায় রেখে এর প্রসারের জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। জ্ঞানের প্রসার এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্সের (আইএএস) সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াবলি একীভূত করাই এর লক্ষ্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে