সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

'প্রাক্তন' শব্দটা আমার কাছে ভীষণ প্রিয়: প্রভা

তারার মেলা ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'প্রাক্তন' শব্দটা আমার কাছে ভীষণ প্রিয়: প্রভা
'প্রাক্তন' শব্দটা আমার কাছে ভীষণ প্রিয়: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের 'দ্য মেকআপ একাডেমি' থেকে। বর্তমানে অভিনয় আর মেকআপ শিল্পী হিসেবে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেছেন ব্যক্তিজীবন ও আগামীর ভাবনা নিয়ে। সাক্ষাৎকারে একপর্যায়ে প্রভা জানান, তার দৃষ্টিতে প্রেম দোষের কিছু না। অভিনেত্রী বলেন, 'চলার পথে কাউকে ভালো লাগতে পারে। মনে হতে পারে এর সঙ্গে চলা যেতে পারে। আবার দুইটা মানুষের সম্পর্ক একটা সময় নাও থাকতে পারে, এটা অন্যায় কিছু না। দোষটা তখনই হয়, যখন একটা মানুষের সঙ্গে প্রতিশ্রম্নতিবদ্ধ

থাকার পরও অন্য একটা মানুষকে ভালোবাসে।'

আপনার জীবনে কোন প্রেমটা ভুল ছিল? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, 'প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। 'প্রাক্তন' আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়েছিল। এটা করেছে, ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে। আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রম্ন। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।'

সবশেষে প্রাক্তনদের বার্তাও দিয়েছেন প্রভা। বলেছেন, 'তাদের জন্য আমার তেমন কোনো বার্তা নেই। তারা প্রত্যেকেই ভালো মানুষ। তারা ভালো থাকুক, সুন্দর করে বাঁচুক। প্রত্যেকেই নিজের কাজের বিষয়ে

সৎ থাকুক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে