বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চমক নিয়ে আসছেন আলিয়া ভাট

তারার মেলা ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চমক নিয়ে আসছেন আলিয়া ভাট
চমক নিয়ে আসছেন আলিয়া ভাট

বলিউডের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। 'গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি', 'আরআরআর' এবং 'গলি বয়'-এর মতো হিট ছবি দিয়েছেন। পাশাপাশি তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক ছবিতে তাকে যেমন দেখা যায়, তেমনি করেছেন ভিন্ন ধারার ছবিও। 'রকি অউর রানি কি প্রেমকাহিনী' যেমন করেছেন, তেমনি আলিয়াকে পাওয়া গেছে 'হাইওয়ে' বা 'রাজি'র মতো সিনেমায়। এছাড়া চরিত্রাভিনেত্রী হিসেবে বলিউডে তৈরি করেছেন বেশ শক্ত জায়গা।

এবার আলিয়া ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন 'কাল্কি ২৮৯৮ এডি' সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। তিনি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তাই এ নায়িকাকে নিয়ে চলছে আলোচনা। ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতোমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

জানা যায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া 'লাভ অ্যান্ড ওয়ার' শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে 'কাল্কি ২৮৯৮ এডি' ছবির সিকু্যয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সব রকম কাজ শেষ করতে চান। তবে আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে ছবিটির নামও জানা যায়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।

বলিউডে ইমতিয়াজ আলির 'হাইওয়ে' দিয়ে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছিলেন আলিয়া ভাট। করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' দিয়ে আত্মপ্রকাশের পর আলিয়ার জন্য এটি ছিল বিশাল সুযোগ। আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জিগরা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর পর 'হাইওয়ে' ছিল আলিয়া ভাটের দ্বিতীয় ছবি। ছবিতে রণদীপ হুডা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ইতিবাচক পর্যালোচনা এবং অভিনেতাদের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পাওয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে একটি মাঝারি সাফল্য হিসেবে প্রমাণিত হয়েছিল। দাপুটে এক সিনেমা পরিবারে জন্ম আলিয়া ভাটের। বাবা খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট। মা সনি রাজদান। তার চাচা, ভাইবোন ও কাজিনদের মধ্যে বলিউড সম্পৃক্ত অনেকেই আছেন। তাই বলা যায়, আলিয়া ভাটের সিনেপাড়ায় পদচারণা খুব স্বাভাবিক একটি বিষয়। শুধু সিনেমা নয়, অজস্র ব্র্যান্ডে মোড়ানো আলিয়া হয়ে উঠেছেন এনডোরসমেন্ট তীর্থ।

টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও নাম উঠেছে এই তারকার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় জায়গা পেয়েছেন বলি ডিভা আলিয়া ভাট। অভিনেত্রীর মাথায় উঠল গেস্নাবাল স্টারের তকমা। আলিয়ার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করে তার সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন ব্রিটিশ লেখক এবং পরিচালক টম হার্পার। পরিচালক টম হার্পার আলিয়ার সুনাম করে লিখেছেন, আলিয়া শুধু বিশ্ব চলচ্চিত্র জগতের একজন প্রতিভাময়ী অভিনেত্রীই নন, প্রায় এক দশকের বেশি তিনি ভারতীয় ছবিতে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন। অভিনেত্রীর প্রশংসা করে টম হার্পার লিখেছেন, 'হার্ট অব স্টোন'-এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়। ওটাই তার ইংরেজি সিনেমায় হাতেখড়ি। জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলা একজন মজার মানুষ। তার কাজের একটা ধরন রয়েছে। ভীষণ মনোযোগী। চরিত্রের প্রয়োজনে যে কোনোরকম ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া। তিনি প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের তারকা। পছন্দের নায়ককে জীবনের নায়ক বানিয়েছেন আলিয়া। ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন। তাইতো ২০২২ সালে তারা গাঁটছড়া বাঁধেন। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন এ অভিনেত্রী। কপিল শর্মার অনুষ্ঠানে এসে তা প্রকাশ আলিয়া। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'র দ্বিতীয় সিজনে এসেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন। তার নাম আলিয়া ভাট কাপুর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি হলাম আলিয়া ভাট কাপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে