বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পারিশ্রমিক বাড়ালেন সাই পলস্নবী

তারার মেলা ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পারিশ্রমিক বাড়ালেন সাই পলস্নবী
পারিশ্রমিক বাড়ালেন সাই পলস্নবী

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম অভিনেত্রী সাই পলস্নবী। দক্ষিণী এই অভিনেত্রী সাবলীল অভিনয় ও বহুমুখী প্রতিভা দিয়ে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে নিজের কাজ দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সাই পলস্নবী। যৌন উত্তেজনা, উগ্র পোশাক, শরীরের প্রদর্শনী, এমনকি, মেকআপ পরিহার করে শুধু অভিনয়শৈলীতে একনম্বরে চলে আসার সাফল্য পলস্নবী ছাড়া দক্ষিণ এশিয়ার খুব কম নায়িকারই আছে। ক্যারিয়ার শুরু থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তিনি 'এনজিকে' সিনেমাতে সুরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সিনেমাটি বেশ ব্যবসা সফল ছিল।

সাই পলস্নবী বেছে বেছে কাজ করে থাকেন। ২০১৮ সালে তার অভিনীত ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর আর এমনটা দেখা যায়নি। এখন বলা যায়, বছরে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। রোববার মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা 'থান্ডেল'। তেলেগু রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা 'থানডেল'। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে চান্দু মনডেতির সিনেমাটি। ২০১৮ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পলস্নবী। সিনেমাটি মুক্তির পর নাগার ক্যারিয়ারের সেরা সময় শুরু হয়েছে বলা যায়। মুক্তির পর থানডেল আয় করেছে ২১ কোটি রুপি। ২০২১ সালে তেলেগু সিনেমা 'লাভ স্টোরি'তে জুটি বেঁধে অভিনয় করেন নাগা ও পলস্নবী। এরপরই তাদের নিয়ে আরো সিনেমার কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে এ সিনেমার ঘোষণা। মুক্তির পর সাধারণ দর্শকের মতো বেশিরভাগ সমালোচকই পছন্দ করেছেন সিনেমাটি। তবে ছবির প্রচারে বেরিয়ে 'থানডেল' ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন নাগা- যা নিয়েও নেটদুনিয়ায় বিস্তর চর্চা হচ্ছে।

এরই মাঝে জানা গেল, এ সিনেমার জন্য দ্বিগুণ পারিশ্রমিক বাড়িয়েছেন সাই পলস্নবী। সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, 'থান্ডেল' সিনেমার জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৯ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন সাই পলস্নবী। এ অভিনেত্রী তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'আমরণ' সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৩ কোটি রুপি। এ হিসাব অনুযায়ী, প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সাই পলস্নবীর পারিশ্রমিক। এতে করে বোঝা যাচ্ছে, সাই পলস্নবীর জনপ্রিয়তা, অভিনয় দক্ষতা এবং প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সাফল্যের পরিবর্তে শক্তিশালী ভূমিকার ওপর ভিত্তি করে সিনেমা বেছে নেন এই অভিনেত্রী।

সাই পলস্নবীর হাতে এখন একাধিক সিনেমার কাজ রয়েছে। হিন্দি ভাষার 'রামায়ণ' ও 'এক দিন' সিনেমার কাজে ব্যস্ত তিনি। নিতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পলস্নবী। তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। অন্যদিকে, 'এক দিন' সিনেমার শুটিং শেষ করেছেন সাই পলস্নবী।

৩০ বছর বয়সি এই অভিনেত্রী খোলামেলা পোশাক না পরেও দর্শকের হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছেন নিয়মিতই। তবে প্রশ্ন থাকতেই পারে- সেলুলয়েডে কেন খোলামেলা পোশাকে দেখা যায়নি তাকে? 'ওপেন হার্ট উইথ আরকে' শিরোনামে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেই প্রশ্নের জবাব দিয়েছেন সাই পলস্নবী।

পলস্নবী বলেন, 'আমি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি। আমার একটি ছোট বোনও আছে। ছোটবেলা থেকে বাড়িতে ব্যাডমিন্টন ও টেনিস খেলার সময়ে আরামদায়ক ছোট পোশাক পরতেই অভ্যস্ত ছিলাম আমরা। কিন্তু সিনেমা জগতে পা রাখার পর একটি ঘটনা ঘটে; এর পরই সিদ্ধান্ত নিই সিনেমায় ছোট পোশাক পরব না।'

অভিনেত্রী জানালেন, শিক্ষাজীবনে 'ট্যাঙ্গো' নৃত্য শিখেছিলেন সাই পলস্নবী। ওই নাচের জন্য বিশেষ পোশাক পরা লাগে। সিনেমায় আসার পর তার ট্যাঙ্গো নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়। সেটি দেখে অনেকেই কটূক্তি করেছিল অভিনেত্রীকে- যা ভীষণভাবে ব্যথিত করে তাকে। সে জন্যই সিদ্ধান্ত নেন, আর কখনোই স্বল্প পোশাকে পর্দায় আসবেন না। ট্যাঙ্গো নাচের বিষয়ে সাই পলস্নবী বলেন, একাডেমিক পড়াশোনার জন্য জর্জিয়াতে গিয়ে স্থানীয় ট্যাঙ্গো নাচ শিখি। এই নাচ শেখার জন্য ওই বিশেষ ধরনের পোশাক পরতে হয়। বিষয়টি আমার বাবা-মাকে জানানোর পর তারা আমাকে পোশাকটি পরার অনুমতি দিয়েছিলেন। আমি সেই পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং নাচ শিখতে শুরু করি। অবশ্য ফিদা নামের একটি সিনেমায় খুব কম সময়ের একটি দৃশ্যে একবার ছোট পোশাকে দেখা গিয়েছিল তাকে। সেই সময় এ নিয়ে আক্ষেপও করেছিলেন এ অভিনেত্রী।

তিনি বলেছিলেন, 'আমি এলোমেলো পোশাক বা এমনকি ছোট পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি বেশ অস্বস্তি বোধ করি এবং এটি আমার মুখে প্রকাশ পায়। ফিদাতে একটি দৃশ্য ছিল যেখানে আমাকে এলোমেলো পোশাক পরতে হয়েছিল। কারণ দৃশ্যটি ওই পোশাকই পরতে হতো। আপনারা দেখেছেন আমি কতটা অস্বস্তিতে ছিলাম তখন। আরেকটি নিয়ম যা আমি মেনে চলতে চাই তা হলো পর্দায় চুম্বন না করা। আমি চাই, আমার সিনেমা দেখার সময় আমার বাবা-মা স্বাচ্ছন্দ্যবোধ করুক এবং আমি কখনোই পর্দায় চুমু খাব না

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পলস্নবী। ২০১৪ সালে মালায়ালম ভাষার 'প্রেমাম' সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার 'ফিদা' সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পলস্নবী। তার পরের গল্প সবারই জানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে