মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ফুরফুরা মেজাজে কৃতি শ্যানন

তারার মেলা ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফুরফুরা মেজাজে কৃতি শ্যানন
ফুরফুরা মেজাজে কৃতি শ্যানন

বলিউডের তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশিরভাগ রোমান্টিক ছবিতে দেখা গেছে তাকে। তবে সেই বৃত্ত ভেঙে রোমান্টিক খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। যখনই সুযোগ পেয়েছেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই অভিনেত্রীর কথায়, এমন অনেক চরিত্র আছে- যা পর্দায় তুলে ধরার জন্য মরিয়া হয়ে আছি। অপেক্ষায় আছি, পর্দায় সুপার হিরোইন হয়ে ওঠার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই ইচ্ছা প্রকাশের পাশাপাশি কৃতি এও বলেছেন, 'বলিউডে 'কৃষ' ছাড়া মনে রাখার মতো সুপার হিরো সিনেমা আর তৈরি হয়নি বললেই চলে। এ রকম আরও কিছু সিনেমা নির্মিত হলে বিষয়টা মন্দ হয় না। সে ক্ষেত্রে আমার জন্য হয়তো সুযোগ তৈরি হবে সুপার উইম্যান হয়ে ওঠার।'

সুপার হিরো সিনেমার প্রতি নিজের দুর্বলতার কথা এভাবেই অকপটে স্বীকার করেছেন কৃতি। কিন্তু কবে স্বপ্নের সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন, তা শুধু সময়ই বলে দেবে। আপাতত অভিনয়ে নিজেকে ভাঙতে ব্যতিক্রমী বেশ কিছু চরিত্র বেছে নিয়েছেন এই অভিনেত্রী। এদিকে ২০২৫ সালে বলিউডের যেসব অভিনেতা-অভিনেত্রীর বিয়ের কথা চলছে, সেই তালিকায় কৃতিরও নাম রয়েছে। তবে এসব আলোচনার মধ্যেই নতুন সিনেমা নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই লাস্যময়ী। পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন সিনেমা 'তেরে ইশক মে' নিয়ে শুরু হয়েছে চরম উন্মাদনা। মঙ্গলবার ধানুষ ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমার দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে- যা মুহূর্তেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।

আগের দিন সোমবার মুক্তি পাওয়া সিনেমার প্রথম টিজারে ধানুষের শক্তিশালী চরিত্র এবং কাহিনীর গভীরতা দর্শকদের মুগ্ধ করেছিল। সেখানে রহস্যময় একটি নারীকণ্ঠ শোনা গেলেও তার পরিচয় নিয়ে চলছিল জল্পনা। অবশেষে দ্বিতীয় টিজারে নিশ্চিত হওয়া গেছে, ধানুষের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা কৃতি শ্যানন।

টিজারে কৃতির চরিত্রের কিছু নাটকীয় দৃশ্য ফুটে উঠেছে। এক বিশৃঙ্খল পরিবেশে তাকে দেখা যায় নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর প্রস্তুতি নিতে। এরপর একটি আবেগঘন মুহূর্তে তাকে কোনায় বসে সিগারেট ধরাতে দেখা যায়- যা দৃশ্যটির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

এই সিনেমায় ধানুষের চরিত্রটি ভালোবাসা এবং এক অজানা আকাঙ্ক্ষায় পূর্ণ থাকতে দেখা যায়- যা তার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। সিনে-বিশ্লেষকদের মতে, এই চরিত্রটি ধানুষের জনপ্রিয় সিনেমা 'রাঞ্ঝনা'র কথা মনে করিয়ে দেয়। এদিকে কৃতি শ্যাননকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া 'দো পাত্তি' সিনেমায়, যেখানে কাজল ও শাহীর শেখসহ আরও অনেক তারকা অভিনয় করেছিলেন। তবে 'তেরে ইশক মে'তে কৃতির উপস্থিতি ও চরিত্রের গভীরতা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আনন্দ এল রাই পরিচালিত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে। এরই মধ্যে দুটি টিজার মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকগুণ বেড়ে গেছে।

কৃতি শ্যাননের জন্ম ১৯৯০ সালের ২৭ জুলাই ভারতের দিলিস্নতে। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পরে তিনি সুকুমারের তেলেগু চলচ্চিত্র-১ নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক অ্যাকশনধর্মী ছবি 'হিরোপান্টি'। এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী লাভ করেন। কৃতি শ্যাননের উলেস্নখযোগ্য সিনেমার মধ্যে হলো- ১ নেনোক্কাদিন, হিরোপন্তি' দোসাই, দিলওয়ালে, রাবতা, বরেলি কি বরফি, স্ত্রী, লুকা ছুপি, কলঙ্ক, অর্জুন পাতিওয়ালা, হাউসফুল ৪, পানিপথ, পতি পত্নী, মিমি ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে