তামান্নার উপলব্ধি
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তারার মেলা ডেস্ক
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনীত 'সিকান্দর কা মুকাদ্দার' সিনেমা কদিন আগেই ওটিটি পস্ন্যাটফর্মে মুক্তি পেয়েছে। এছাড়া, তার দুটি গান 'কাভালা' ও 'আজ কি রাত' দর্শকদের মন জয় করেছে। অনেকেই তামান্নাকে গ্রিক দেবীর সঙ্গে তুলনা করেন এবং গস্ন্যামারাস ইমেজের জন্য সুপরিচিত তিনি।
তবে এ অভিনেত্রী অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন, কারণ কখনো অবাস্তব সৌন্দর্যের মানদন্ড তৈরি করেননি এবং নিজের প্রকৃত দেহকেই সবার সামনে উপস্থাপন করেছেন। সম্প্রতি এ নিয়ে উপলব্ধির কথা জানিয়েছেন তামান্না। বলেন, 'আমি সেই শিশু ছিলাম এবং ভাবতাম, চিকন হওয়াটাই ফিট থাকা। কিন্তু জীবনযাত্রায় সিনেমা আমাকে শিখিয়েছে যে, ফিট থাকার প্রাকৃতিক ফলাফল হলো ভালো অনুভব করা, সুন্দর দেখানো এবং সবকিছুরই ভালো লাগা।'
তিনি আরও বলেন, 'আজ আমি যদি ক্ষমতার অবস্থানে থাকি- তবে হয়তো কোনো মেয়ে এই যাত্রা দেখে বুঝতে পারবে যে, সৌন্দর্যের সঙ্গে কোনো নির্দিষ্ট আকার বা মাপের সম্পর্ক নেই। সৌন্দর্য হলো, আপনি নিজেকে কীভাবে দেখেন।' তিনি আরও স্বীকার করেছেন যে, এটি তার জন্য সহজ যাত্রা ছিল না। নিজের শরীরে আত্মবিশ্বাসী হতে তার অনেক সময় লেগেছে।