বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভালো গল্পের সন্ধানে মিথিলা

মাসুম বিলস্নাহ্‌ রাকিব
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভালো গল্পের সন্ধানে মিথিলা
ভালো গল্পের সন্ধানে মিথিলা

শুরুতে উপস্থাপনা ও টুকটাক গান করলেও নাটকে অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পান দুই বাংলায় এ সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কয়েক বছর আগেও টিভি খুললেই দেখা মিলত মিথিলার। রোমান্টিক গল্পে তার অভিনয় মুগ্ধ করত দর্শকদের। তবে গত চার বছর নাটকে দেখা নেই মিথিলার। এখন মাঝে মধ্যে ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। তবে নাটক থেকে একেবারেই দূরে আছেন। মিথিলার মতে, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাকে। অভিনেত্রী বলেন, 'প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে, নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হয়ে উঠছে না।'

মিথিলা এখন এমন ধরনের কনটেন্টের সঙ্গে যুক্ত হতে চান, যেখানে অভিনয় করার সুযোগ থাকবে। নিজেকে ভেঙে নতুন চরিত্রে থিতু হওয়ার চ্যালেঞ্জটা নিতে চান। মিথিলা বলেন, 'টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া।'

কাজলরেখা সিনেমা ও অ্যালেন স্বপন ওয়েব সিরিজের উদাহরণ টেনে মিথিলা বললেন, 'একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। কিন্তু শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাইশেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তারা নাকি ভাবেননি আমি এমন চরিত্র ফুটিয়ে তুলতে পারব।'

মিথিলা বলেন 'দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো ভাবছিল না। দেশে যখন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে, সবাই তখন সেটা নিয়েই ভাবে। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে এরই মধ্যে। নতুন বছর নিয়ে সবার মতো আমারও অনেক প্রত্যাশা।'

গত জুন মাসে 'বাজি' ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে হাজির হয়েছিলেন মিথিলা। এ ওয়েব সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। এটিই ছিল তাদের বিচ্ছেদের পরে প্রথম একসঙ্গে কাজ। ওয়েব সিরিজটি নির্মাণ করছেন আরিফুর রহমান। এতে তাহসান অভিনয় করছিলেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে। তাহসান-মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন বেশ ক'জন শিল্পী।

ওপার বাংলায় 'ও অভাগী' ছবিতে অভিনয়ের জন্য ১৪তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মিথিলা। শুধু অভিনয় নয়, নাচে-গানেও বেশ পারদর্শী মিথিলা। পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত। মিথিলার উলেস্নখযোগ্য নাটকগুলোর মধ্যে হলো- হাউসফুল, কিংকর্তব্যবিমূঢ়, ঘুম, এক্স-ফ্যাক্টর, ছাইয়্যা ছাইয়্যা, একজন বস এবং ওরা দুজন, তোর জন্য প্রিয়তা, নুনের মতো ভালোবাসা, দেনমোহর, প্রম্নফ রিডার, কনেপক্ষ, অনিকেত, ভালোবাসা, এই জীবন, ধান্দা, বাহুলতা, অনুরাধাকে বলা হলো না, হিট উইকেট, সময় চুরি, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, প্রমিজ, মিস্টার অ্যান্ড মিসেস, হি অ্যান্ড শি, আমার গল্পে তুমি, মিডনাইট সান ইত্যাদি। মিথিলা বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছেন- তার মধ্যে সব চেয়ে আলোচিত বিজ্ঞাপনগুলো হলো- জুঁই নারিকেল তেল, আফতাব গুঁড়া মসলা, ক্লোজ আপ টুথপেস্ট, রবি মোবাইল অপারেটর, মেরিল পেট্রোলিয়াম জেলি ইত্যাদি।

২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিথিলা। ২০১৩ সালে জন্ম হয় তাদের একটি কন্যা সন্তান আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা। পরবর্তী সময়ে ২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ফের ঘর বাঁধেন এই অভিনেত্রী। বাংলাদেশের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে