বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হয়ে দর্শকের সামনে আসেন এই 'ধারকান' কন্যা। ফ্যাশন সচেতন শিল্পার বয়স ৪৬ পেরিয়ে গেলেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ঠিক যেন অষ্টাদশীর ন্যায়। তাকে দেখে বোঝার উপায় নেই, দুই সন্তানের মা তিনি। বলিউডের অন্যতম 'ফিট' অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। তবে এবার একটু স্বস্তির খবর মিলল এই অভিনেত্রীর। পুরনো একটি অভিযোগ থেকে রেহাই পেলেন তিনি।
একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় 'ভাঙ্গি' শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পা শেঠি। এ শব্দটি বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করা হয় নায়িকার বিরুদ্ধে। শিল্পার বিরুদ্ধে করা হয় এফআইআর। সেই এফআইআর ১১ বছর পর প্রত্যাহার করে নেন রাজস্থান হাইকোর্ট। জানা গেছে, রাজস্থান হাইকোর্টের আইনজীবী প্রশান্ত প্যাটেল এবং রাজ্যের আইনজীবীর সমস্ত যুক্তি শোনার পর ২০১৭ সালের ২২ ডিসেম্বর কোতোয়ালি চুরু থানায় দায়ের করা এফআইআর নম্বর ২৫৮/২০১৭ বাতিল করে দেওয়া হয়েছে, আইপিসি ১৫৩ (এ) ধারা এবং ধারার অধীনে অভিযুক্ত অপরাধের জন্য।
২০১৩ সালে অশোক পানওয়ার কর্তৃক এ অভিযোগটি দায়ের করা হয়েছিল পুলিশের কাছে। সালমান খান এবং শিল্পা শেঠি কথোপকথনের সময় নায়িকা 'ভাঙ্গি' শব্দটি ব্যবহার করেছিলেন- যা বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল সেই সময়। এ অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা এবং তদন্ত শুরু হয়েছিল। আদালতে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত প্যাটেল বলেন, '২০১৩ সালে যে কথাটি অভিনেত্রী বলেছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছিল, সেটি করা হয়েছিল ২২/১২/২০১৭ সালে। হিসাব করলে বোঝা যাবে, প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করা হয়েছিল- যা একেবারেই যুক্তিহীন।' প্যাটেল আরও বলেন, '২০১৩ সালে যে অপরাধ করা হয়েছিল তার অভিযোগ করা হয় ২০১৭ সালে একটি ধারার অধীনে। ২০১৩ সালে এ ধারা প্রচলিত ছিল না তাই ২০১৭ সালের এ ধারার অধীনে কিছুতেই অভিনেত্রীকে শাস্তি দেওয়া সম্ভব নয়।'
দশম শ্রেণি পাস করার পর ১৯৯১ সালে মডেলিং শুরু করেন শিল্পা শেঠি। ফ্যাশন জগতে বেশ ভালোই চলছিল তার জীবন। সেজন্য তিনি চেয়েছিলেন মডেলিংয়েই ক্যারিয়ার গড়তে। তবে, ১৯৯২ সালে তিনি একটি সিনেমার অফার পান। সিনেমার নাম ছিল 'গাতা রাহে মেরা দিল'। কিন্তু সেই সিনেমা আর মুক্তি পায়নি।
অবশেষে ১৯৯৩ সালে বলিউডের সিনেমায় শিল্পা শেঠির অভিষেক হয়। শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত সেই সিনেমার নাম 'বাজিগর'। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। সেই সঙ্গে নায়িকা হিসেবেও শিল্পার নাম ছড়িয়ে গেল চারদিকে।
এরপর থেকে শিল্পা শেঠি ৪০ টিরও বেশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। শিল্পা অভিনীত সিনেমাগুলোর মধ্যে 'মে খিলাডি তু আনাডি', 'হিম্মত', 'পরদেশি বাবু', 'শূল', 'লাল বাদশাহ', 'জাং', 'কার্জ', 'দাস', 'ধাড়কান', 'রিশতে', 'লাইফ ইন আ মেট্রো', 'ফির মিলেঙ্গে' উলেস্নখযোগ্য। ২০০৯ সালে শিল্পা শেঠি বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রাকে। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
ক্যারিয়ারে শিল্পা শেঠির পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল একবার আইফা অ্যাওয়ার্ড ও একবার জি সিনে অ্যাওয়ার্ড ছাড়া বড় কোনো পুরস্কার অর্জন করতে পারেননি তিনি। তবে দর্শকদের কাছ থেকে অসামান্য ভালোবাসা পেয়েছেন শিল্পা। যার কারণে গত এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় কাজ না করলেও তাকে স্মরণ করে দর্শকরা।