লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৫তম বার্ষিক গভর্নর অ্যাওয়ার্ডস। রোববার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি বলরুমে ছেলের সঙ্গে দেখা গেলো হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। এবারের গভর্নর অ্যাওয়ার্ডসে সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত অভিনেতা কুইকি জোন্স, জেমস বন্ড, প্রযোজক বারবারা ব্রকলি এবং মাইকেল জি. উইলসন, চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস এবং কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলরকে।
তারকাখচিত এই বিশেষ সন্ধ্যায় ১৬ বছর বয়সী ছেলে নক্সের সঙ্গে হাত ধরে লাল গালিচায় নজর কাড়ের ৪৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা। জোলির পরনে ছিল এক ভিনটেজ সোনালি এবং ক্রিম রঙের এম্পায়ার ওয়েস্ট গাউন, হালকা মেকআপ, একটি ডায়মন্ড নেকলেস এবং রূপালী দুল দিয়ে নিজের লুক সম্পূর্ণ করেছিলেন। অন্যদিকে, নক্স পরেছিলেন ক্লাসিক টাক্সেডো এবং কালো জুতা। তাঁর নতুন বাজ কাট চুলের স্টাইলও নজর কাড়ে।
অনুষ্ঠানে নক্সের অন্যান্য ভাই-বোন ম্যাডক্স (২২), প্যাক্স (২০), জাহারা (১৯), শিলোহ (১৭) এবং নক্সের যমজ বোন ভিভিয়েন অনুপস্থিত ছিলেন। ফলে মা-ছেলের একত্র উপস্থিতি ছিল ভক্তদের জন্য বিরল এক মুহূর্ত।