কলকাতার টিভি তারকা ইধিকা পাল প্রথমবার অভিনয় করেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমায়। এই সিনেমাতে শাকিব খানের সঙ্গে সফল জুটি রচনার মাধ্যমে একটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন। এই সিনেমাতেই তার চলচ্চিত্রে অভিষেক। ব্যবসায়িক দিক দিয়ে এই প্রথম সিনেমাতেই প্রথম হন ইধিকা পাল। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক সিনেমা করেই রীতিমত তারকাবনে যান এ অভিনেত্রী। 'প্রিয়তমা' ছবিতে ইধিকার অভিনয় এতটাই মুগ্ধ করে যে, সবাই তাকে বাংলাদেশের প্রিয়তমা বলে সম্বোধন করতে থাকেন। ইধিকাও এ কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন। অনেকের মতে, টালিউডের অভিনেত্রী হয়ে ঢালিউড এভাবে জয় করার নজির খুব একটা কারোর নেই।
ছবিটির ব্যাপক সাফল্যের পর বাংলাদেশে দারুণ পরিচিতি পান এ নায়িকা। বাংলাদেশের দর্শকদের মঝে হয়ে ওঠেন পরিচিত মুখ। প্রিয়তমা সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় কলকাতা ইন্ডাস্ট্রিতে ইধিকার চাহিদা বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় কলকাতার অভিনেতা সোহমের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরুও করেছিলেন ইধিকা পাল। কিন্তু সিনেমাটি তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। 'বহুরূপ' নামের সেই সিনেমাটির শুটিংয়েই হোঁচট খেয়েছেন ইধিকা পাল। জানা যায়, কাজ শুরুর পর থেকেই বিভিন্ন খরচ নিয়ে বকেয়ার মুখে পড়ে সিনেমার টিম। তাই সিনেমার সংশ্লিষ্টরা শুটিং বন্ধ করে দেয়। কবে নাগাদ এ সিনেমার শুটিং শুরু হবে তাও জানাননি সংশ্লিষ্ট্ররা। এরপর কলকাতায় আর নতুন কোনো সিনেমার ঘোষণা দিতে পারেননি ইধিকা।
তবে নিজের দেশে ইধিকার কাজ অনিশ্চয়তার মুখে পড়লেও শাকিব খানের আগামী 'বরবাদ' সিনেমায় ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধে আবারও পর্দায় আসছেন এ নায়িকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ে। আর এ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন শাকিব খান। সম্প্রতি জানা যায়, শুটিং ফ্লোরের একটি দরজায় প্রচন্ড আঘাত লাগে তার। আঘাতটি চোখের ঠিক ওপরে এটি লাগে বলে নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। পরিচালক জানান, শাকিব খানকে দ্রম্নত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। ডাক্তার তাকে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। বিশাল বাজেটের এই সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। সিনেমাটির দৃশ্য পরিচালনা করছেন মুম্বাইয়ে রবি বর্মা।
চব্বিশের আন্দোলনের পর ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন ও দুই দেশের শিল্পীদের কাজ করা নিয়ে সংকটকালীন সময়ে ইধিকা পাল বলেন, 'খুব অল্প সময়ের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ। 'প্রিয়তমা' সিনেমার শুটিংয়ের জন্য যখন বাংলাদেশে ছিলাম তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যেতাম। ঈদের মধ্যে সিনেমাটা যখন মুক্তি পেল, প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে পানি চলে এসেছিল। বাংলাদেশের মানুষের হৃদয় খুব উষ্ণ! এত ভালোবাসা জমে আছে পড়শী দেশের হৃদয়ে সামনা-সামনি না দেখলে বুঝতেই পারতাম না।'
রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ধারাবাহিকতায় অনেকেই ভেবেছিলেন শাকিব খানের 'বরবাদ' সিনেমার নায়িকা ইধিকা পাল না হয়ে অন্য কেউ হবেন। কেউ কেউ অন্য নায়িকার প্রস্তাবনাও করেন। কিন্তু অবশেষে সিনেমাটির নায়িকা হিসেবে ইধিকা পালের নাম-ই বলবৎ থাকায় ইধিকা পাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'শাকিব খানের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য খুবই আনন্দের। 'বরবাদ' সিনেমা নিয়ে এই অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরও একটি ভালো সিনেমা দর্শকরা দেখতে পাবেন।
কলকাতার নায়িকাদের বিপরীতে শাকিবের কাজের অভিজ্ঞতা পুরনো। বিশেষ করে ২০১৬ সালে যৌথ প্রযোজনার 'শিকারি' সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার পর শাকিবের ক্যারিয়ার নতুন মোড় পেয়েছিল। এরপর যৌথ প্রযোজনা, এমনকি পশ্চিম বাংলার বেশ কিছু সিনেমায় তিনি জুটি বাঁধেন- শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, পাওলী দামের মতো নায়িকাদের সঙ্গে। পাশাপাশি দেশের নায়িকাদের সঙ্গেও কাজ হয়েছে সমানতালে। কিন্তু অপু-বুবলীর সঙ্গে সম্পর্কের নেতিবাচক খবর প্রকাশের পর শাকিব যেন পুরোপুরি বিদেশি নায়িকাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, খুঁজছেন ভরসার জায়গা।
ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। তার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার 'কপালকুন্ডলা'। এই ধারাবাহিকে 'পদ্মাবতী'র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক 'রিমলির' প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।