মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

শ্রম্নতি, আত্মমগ্ন এক শিল্পী

তারার মেলা ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শ্রম্নতি রাজলক্ষ্ণী হাসান

ভারতীয় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী শ্রম্নতি রাজলক্ষ্ণী হাসান। সংক্ষেপে শ্রম্নতি হাসান নামেই পরিচিত। একাধারে একজন অভিনেত্রী, গায়িকা এবং সুরকার। কাজ করেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রসহ বলিউডে। গত বছরের শেষে নিজের বিয়েটাও সেরে নিয়েছেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। অথচ বারবারই এমন ভাব দেখিয়ে আসছিলেন যে, বিয়েতে তার অনীহা রয়েছে তার। বিয়ে প্রকাশের আগে চার বছর ধরে স্বামী শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রম্নতি।

লুকোচুরি করে নিজের বিয়েটা সারায় এজন্য কম হেনস্তা হতে হয়নি শ্রম্নতিকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্য থেকে। আর সামাজিক মাধ্যমে তো তারকাদের হেনস্তা করা কোনো নতুন ঘটনা নয়। তারকাদের ছবি এবং পোস্টে আলটপকা মন্তব্য করার সুযোগও ছাড়েন না কেউ কেউ। মাঝে মাঝে যা শালীনতার সব মাত্রা ছাড়িয়েও যায়। ঠিক তেমনই হয়েছে শ্রম্নতির সঙ্গেও। ভারতের দক্ষিণী সিনেমার এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও করেন। সম্প্রতি সেখানেই এক নেটগেরিক তার কাছে প্রশ্ন রাখেন, 'আপনি কি ভার্জিন?' জবাবে শ্রম্নতি লেখেন, 'বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।'

প্রসঙ্গত, শ্রম্নতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি 'ারৎম-রহ'-এর পরিবর্তে লিখেছিলেন 'াবৎলধরহ'। যেটা ভুল বানান।

তবে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রম্নতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। অভিনেত্রী জবাব দেন, 'তার শিল্প'। শ্রম্নতিকে তার প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রম্নস লির নাম। একজন আবার তাকে কটাক্ষ করেন বড় ঠোঁট নিয়ে। যার জবাবে শ্রম্নতি লেখেন, 'আপনি এটাকে কীভাবে মাপেন?'

শ্রম্নতিকে শেষবার বলিউডে দেখা গেছে 'গব্বর ইজ ব্যাক', 'ওয়েলকাম ব্যাক'-এর মতো ছবিতে। সিনেমার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। পাশাপাশি শ্রম্নতি পেস্ন-ব্যাক গায়িকা। তার একটি নিজস্ব মিউজিক ব্যান্ড রয়েছে।

তার মা-বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুর। ২০০৯ সালে অ্যাকশনধর্মী 'লাক' সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে, তিনি সিনেমার গান গাইতেন এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। মাত্র ছয় বছর বয়সে তার বাবা'র অভিনীত সিনেমা 'থেভার মাগান' সিনেমায় গান করেন। যখন শ্রম্নতি স্কুলে পড়ছেন তখন হিন্দি ভাষার সিনেমায় তার গানের অভিষেক হয়। সিনেমার নাম ছিল 'চাচী-৪২০'। সিনেমাটিতে শ্রম্নতি তার বাবার সঙ্গে দ্বৈত গান করেন এবং এই সিনেমাটির পরিচালকও ছিল তার বাবা। পরবর্তী সময়ে তার ওয়াট ডিজনী চলচ্চিত্রে তার অভিনীত 'আনাগঙ্গা ও ধীরুদু', 'ওহ্‌? মাই ফ্রেন্ড' এবং '৭ আম আরিভু' সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। শ্রম্নতি 'হে রাম' সিনেমার জন্য হিন্দি এবং তামিল ভাষায় শিরোনাম সঙ্গীত 'রামা রামা', তার পিতার সঙ্গে দ্বৈত ভাষায় গান করেন- যা সমালোচকদের প্রশংসা অর্জন করে।

শুরু থেকেই বেশ বেছে বেছে ছবিতে অভিনয় করে আসছেন এই অভিনেত্রী। বরাবরই মাথায় থাকে তার পিতা কিংবদন্তি অভিনেতা কমল হাসানের ইমেজ নিয়ে। পিতার ইমেজ যাতে ক্ষুণ্ন না হয় তাই শুরু থেকেই বেছে বেছে অভিনয় করছেন। এমন গল্প কখনোই হাতে নেন না- যা তার পরিবারের ইমেজ ক্ষুণ্ন হতে পারে। সে কারণে তার হাতে অন্যদের মতো ছবি থাকে না তেমন। সিনেমা পর্দার দর্শকের সঙ্গে মুখোমুখিও হন কম। শুধু অভিনয়ে নয়, গানেও সমান পারদর্শী অভিনেত্রী শ্রম্নতি হাসান। খুব কম বয়সেই তার ক্যারিয়ার শুরু। কয়েক বছর ধরে নিজের জায়গা একই অবস্থানে ধরে রেখেছেন তিনি। পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে ধূসর চরিত্র সবচেয়ে বেশি উপভোগ করেন এই নায়িকা। গত বছরই তেলেগু ছবি 'ওয়ালটেয়ার ভিরায়া'তে এক এজেন্ট চরিত্রে দাপট দেখিয়েছেন শ্রম্নতি হাসান। দর্শকনন্দিত এই অভিনেত্রী দক্ষিণের অধিকাংশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

এরই মধ্যে কন্নড় ভাষার সিনেমায় অভিষেক হয়েছে তার।

\হমুক্তি পেয়েছে তার 'সালার'। ছবিটি একইসঙ্গে হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় মুক্তি পায়। যদিও ব্যবসা করতে পারেনি। দক্ষিণ ভারতীয় তারকাদের মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে শ্রম্নতি হাসানের। শুধু কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে বলেই নয়, অভিনয়-নাচ-গান সবকিছুতেই সমান পারদর্শী এই নায়িকা।

প্যান ইন্ডিয়া ছবির প্রসঙ্গে শ্রম্নতি বলেন, 'এসব দেখেই তো বড় হয়েছি। আমার মা-বাবার ছবির ক্ষেত্রেও আমি এ রকম দেখেছি। তাই আমার কাছে এসব নতুন কিছু নয়। বলতে পারেন, প্যান ইন্ডিয়া আবহে আমার বেড়ে ওঠা। আমি যখন প্রথম এই পেশার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখনই নিজেকে প্যান ইন্ডিয়া অভিনেতা বলে উলেস্নখ করতাম। এখন এটাই সত্যি। আর এই ছবির গল্পটা সত্যিই দুর্দান্ত। আর প্রভাসের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। অনেক উঁচুমানের মানুষ তিনি।'

বড়পর্দার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও শ্রম্নতি হাসান। সর্বপ্রথম 'বেস্ট সেলার' ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটির দুনিয়ায় পা রাখেন তিনি। সিরিজটিতে তার সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। এ সিরিজে তাকে এক ধূসর চরিত্রে দেখা গেছে। নিজের ওটিটি অভিষেক প্রসঙ্গে শ্রম্নতি বলেন, 'ধূসর চরিত্রে অভিনয় করতে আমি দারুণ উপভোগ করেছি। পাশাপাশি এই চরিত্রের চ্যালেঞ্জগুলোও আমি সমান উপভোগ করেছি। 'বেস্ট সেলার' আমার অত্যন্ত পছন্দের একটি প্রকল্প। কারণ, এই সিরিজে আমি বৈচিত্র্যময় শেডস আর নানান স্তরের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমাকে আরও ধূসর চরিত্রের প্রস্তাব দেওয়া হোক। সত্যি বলতে ধূসর চরিত্রে অভিনয় করে যে আনন্দ আমি পাই, তা অতুলনীয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে