পাকিস্তান দল ভারতের লিগের ধারেকাছেও নেই :মাঞ্জরেকার
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লক্ষ্যে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে স্বাগতিকদের। অর্থাৎ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা মুখিয়ে থাকবেন জয়ের জন্য। তবে বহুল প্রতীক্ষিত লড়াইটি একপেশে হতে যাচ্ছে বলে মনে করেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকারের দৃষ্টিতে, এখনকার পাকিস্তান দল অনেক দুর্বল।
আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 'এ' গ্রম্নপের ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। সাম্প্রতিক পরিসংখ্যান ঘাঁটলে, পাকিস্তানের জন্য আশাবাদী হওয়া কঠিন। গত এক দশকে তারা ভারতের বিপক্ষে খেলেছে নয়বার। এর মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে দলটি। হেরেছে সাতটি, পরিত্যক্ত হয়েছে বাকিটি। পাকিস্তানের চেয়ে সামর্থ্য ও দক্ষতায় এগিয়ে থাকায় আসন্ন লড়াইয়ে ভারতের জয় দেখছেন দেশটির হয়ে ৩৭ টেস্ট ও ৭৪ ওয়ানডে খেলা মাঞ্জরেকার। শুক্রবার আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার 'বি' গ্রম্নপের ম্যাচে হিন্দি ভাষায় ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, 'ভারতের মানের ধারকাছেও নেই পাকিস্তান। সাম্প্রতিক সময়ে তাদের ওপর একচ্ছত্র আধিপত্য করছে ভারত। আর এবার পাকিস্তানকে আরও দুর্বল দেখাচ্ছে। তবে এরপরও এই লড়াই নিয়ে উন্মাদনায় ভাটা পড়েনি।'