বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইসলামাবাদ পৌঁছেছে শান্তর দল

ক্রীড়া ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইসলামাবাদ পৌঁছেছে শান্তর দল

হাইব্রিড মডেলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলার পর এবার তারা আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছেছে। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে টাইগাররা ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে। এখন তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছে।

শনিবার বাংলাদেশের অনুশীলন সেশনেও অংশ নেওয়ার কথা। ইসলামাবাদ ক্লাবে তাদের অনুশীলন হওয়ার কথা স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার হতাশায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। এই পরাজয় তাদের কঠিনতম অবস্থানে ফেলেছে। 'এ' গ্রম্নপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলকে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ সোমবার কিউইদের মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে