'ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা নেই'

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স এমনিতেই হতাশাজনক। সেই সঙ্গে সাম্প্রতিক ফর্মও তাদের ভালো নয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চির প্রতিদ্বন্দ্বীদের সামনে উত্তরসূরিদের কোনো সম্ভাবনাই দেখছেন না পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টজ ম্যাচে আজ রোববার মাঠের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। নিরপেক্ষ ভেনু্য দুবাইয়ে হবে ম্যাচটি। আর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলে পাকিস্তান। কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তাদের। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেও হারের তেতো স্বাদ পায় দলটি। কিউইদের বিপক্ষে এবার তো পাত্তাই পায়নি মোহাম্মদ রিজওয়ানের দল। ভারতের অভিজ্ঞতা অবশ্য ভিন্ন। ঘরের মাঠে ইংল্যান্ডকে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ করে তারা খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখানেও বাংলাদেশকে হারিয়ে রোহিত শার্মার দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ দেখায় জিতেছিল পাকিস্তান। ২০১৭ আসরের ফাইনালে প্রতিবেশিদের হারিয়েই শিরোপা উলস্নাস করেছিল পাকিস্তান। এই টুর্নামেন্টে ৫ দেখায় তিনবার জিততে পেরেছে তারা। তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান যাচ্ছেতাই। ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়ে কেবল একবার ভারতকে হারাতে পেরেছে দলটি। পরিসংখ্যানের পাশাপাশি দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আসছে ম্যাচটিতে পাকিস্তানের জয়ের কোনো সুযোগই দেখেন না কানেরিয়া,' অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর ঘরের মাঠে সাদা বলের সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। রোহিত, ভিরাট রান করায় ওরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, শামিও দলে ফিরেছে এবং বাংলাদেশের বিপক্ষে চমৎকার বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। 'ভারতের ভালো স্পিনার আছে, আর বাবর আজম বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভুগছে। সে কীভাবে রাভিন্দ্রা জাদেজা এবং আকসার প্যাটেলকে সামলাবে। অন্যদিকে, পাকিস্তানের একজনও ভালো স্পিনার নেই এবং আমরা ভিরাট এবং অন্যান্য ব্যাটসম্যানদের লেগ-স্পিনারের ভুগতে দেখেছি। ম্যাচটা অনেক বড়, কিন্তু ২৩ ফেব্রম্নয়ারির ম্যাচে পাকিস্তানের জেতার কোনও সম্ভাবনা নেই।' বিশেষ করে, ৩২১ রানের লক্ষ্য তাড়ায় বাবর আজমের মন্থর ব্যাটিং দৃষ্টিকটু লেগেছে তারা। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। তবুও তাদেরকেই এগিয়ে রাখছেন কানেরিয়া,' অভিপ্রায় যদি না থাকে তাহলে এটা (ভারতের বিপক্ষে জেতা) খুব কঠিন হবে।'