মাঠের খেলাকে দর্শকদের কাছে জীবন্ত করে তুলতে ধারাভাষ্যকারদের জুড়ি নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন মুহূর্তকে দর্শকদের কাছে মেলে ধরতে জনপ্রিয় সব ধারাভাষ্যকারদের প্যানেল নিয়ে হাজির হয়েছে আইসিসি। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান।
আইসিসি টিভির কাভারেজে বড় যেসব নাম থাকছে তাদের মধ্যে রয়েছন নাসের হুসেন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। থাকছেন বিশ্বকাপ জয়ী রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কারও।
তাদের সঙ্গে আইকনিক ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন হার্শা ভোগলে, মাইকেল আথারটন, পমি এমবাঙ্গা, কাস নাইডু ও সাইমন ডুল। তারকাদের মেলায় আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ডেল স্টেইন, বাজিদ খান, দিনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক এবং ইয়ান ওয়ার্ড- যারা পুরো টুর্নামেন্টে নিজেদের বিশ্লেষণ ও ধারাবিবরণী তুলে ধরবেন।