ছোট্ট দুটি শব্দে উত্তর দিয়ে ঠোঁট টিপে তাকিয়ে রইলেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্নকর্তা হয়তো আরেকটু বড় জবাব কিংবা আরও কিছু শোনার আশা করছিলেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক শান্তর সেদিকে খুব একটা ভ্রম্নক্ষেপ দেখা গেল না। স্রেফ দুটি শব্দ আর নির্লিপ্ত শরীরী ভাষায় টাইগার দলপতি বুঝিয়ে দিলেন, সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নে খুব একটা আগ্রহী নন তিনি।
করাচিতে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বুধবার ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। তার আগে বুধবার স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক শান্ত। সেখানেও ঘুরে ফিরে এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। যার উত্তরে এক বাক্যেই থেমে যান বাংলাদেশের অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনেও সাকিবকে নিয়ে প্রশ্নে বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন শান্ত। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে ভারতীয় এক সংবাদকর্মী বাংলায় জানতে চাইলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি চিন্তার কারণ?" উত্তর দিতে একটুও সময় নিলেন না শান্ত, 'জ্বী নাৃ।'
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নে অবশ্য বড় উত্তর দিয়েই বিরক্তি প্রকাশ করেছিলেন শান্ত,' আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি, জানি না আমি। আমরা সবাই জানি, এই প্রশ্নের উত্তর অনেক ক্রিকেটার দিয়েছে যে, 'অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো।' আপনারা এই প্রশ্ন, এই উত্তর অনেকবার পেয়েছেন আপনারা। আমার মনে হয় না, এত বড় একটি টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।'
সাকিবের মতো 'জেনুইন' অলরাউন্ডারের উপযুক্ত বিকল্প পাওয়া কঠিন। তবে গত কিছুদিনে ব্যাটে-বলে তেমন কিছু হয়ে ওঠারই নির্ভরতা জোগাতে শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন আরেক স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। কার্যকর লেগ স্পিনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ঝড়ো ব্যাটিংয়ের ঝলক তিনি দেখিয়েছেন এর মধ্যেই। কিছুদিন আগে বিপিএল ফাইনালেও তার ক্যামিও ইনিংস বড় ভূমিকা রাখে ফরচুন বরিশালের শিরোপা জয়ে। মাহমুদউলস্নাহকে আগের মতো অলরাউন্ডার এখন আর বলা না গেলেও প্রয়োজনে তিনি হাত ঘোরাতে পারেন। সৌম্য সরকার তো আছেনই। তানজিম হাসান ও নাসুম আহমেদের ব্যাটের হাতও খারাপ নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের জয়ে বড় ভূমিকা রাখবেন পারবেন অলরাউন্ডাররা। এমনটাই প্রত্যাশা শান্তর,' অলরাউন্ডাররা সবসময় দলকে ভারসাম্যপূর্ণ করে তোলে। আমাদের ভালো কিছু অলরাউন্ডার আছে। আশা করি, তারা আগামীকাল পারফর্ম করবে এবং দলের জন্য নিজেদের মেলে ধরবে।'
বাংলাদেশের স্কোয়াডে যেমন নেই দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব, ভারতীয় দল তেমনি পাচ্ছে না সময়ে সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে। এমন ক্ষুরধার একজন বোলারকে খেলতে না হওয়ায়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তিরই হওয়ার কথা। তবে শান্তর দাবি, তারা বুমরাহর না থাকা নিয়ে এতটা ভাবিত নন,' কোনো একজন ক্রিকেটারকে নিয়ে ভাবছি না আমি। ওদের মানসম্পন্ন ক্রিকেটার আরও অনেক আছে। আমরা ভাবছি কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।'
দুইদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। সেখানেও সাকিব প্রশ্নে বিরক্ত হয়ে চলে যান তিনি। দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিসিবি। সভায় সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহ। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না এলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে ওই দুই ক্রিকেটারের শেষ আইসিসি ইভেন্ট। শান্ত অবশ্য জানিয়েছেন, শেষ ইভেন্ট কিনা সেসব নিয়ে মাহমুদউলস্নাহ-মুশফিকের কোন মাথা ব্যাথা নেই। তারা খেলাটা উপভোগ করে খেলছে, 'আমি মনে করছি না তারা ওইভাবে চিন্তা করছেন। তারা এখনও খেলাটা উপভোগ করছেন। আমি আশা করবো, তারা তাদের ওই অভিজ্ঞতা এখানে প্রদর্শন করবে।'