ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান, বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক মেহরাব হোসেন অপি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজী, আয়োজক কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা ক্রীড়া সংস্'ার সদস্য শাহানাজ খাতুন, ভেনু্য কো-অর্ডিনেটর মেহেদী হাসান রোহান, বিসিবির বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, সহকারি জেলা কোচ শামসুল আলম রনি প্রমুখ।
উদ্বোধনী দিনে মঙ্গলবার খুলনায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্চে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিকেএসপি ও বরিশাল বিভাগ এবং খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ ও ঢাকা উত্তর এর মধ্যকার ২ দিনের এই খেলা চলছে। আগামী ১৬-১৮ মার্চ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।
আয়োজক কমিটি জানায়, এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দল দুটি গ্রম্নপে বিভক্ত হয়ে খুলনা ও কক্সবাজারে খেলছে।খুলনা জেলা স্টেডিয়াম ও বিভাগীয় স্টেডিয়ামে গ্রম্নপ- 'এ' এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রম্নপ- 'এ' তে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ উত্তর ও বরিশাল বিভাগ। শুধু গ্রম্নপ পর্বের খেলায় নয়, খুলনায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা।