কষ্টের জয়ে শীর্ষে বার্সেলোনা
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
লা লিগায় ঘরের মাঠে কষ্টার্জিত এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। সোমবার রাতে রায়ো ভায়েকানোকে হারিয়েছে ১-০ গোলে। সপ্তাহান্তে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোতেই সেটার সুযোগ নিতে পেরেছে কাতালানরা। তৃতীয় স্থান থেকে রিয়াল, অ্যাটলেটিকোকে টপকে শীর্ষে বসেছে। দুইয়ে থাকা রিয়াল আর বার্সার সমান ৫১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে কাতালানরা এগিয়ে। তিনে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৫০। ম্যাচের একমাত্র্র গোলটি হয়েছে ২৮ মিনিটে। রবার্তো লেভানদোভস্কি পেনাল্টি থেকে জাল কাঁপিয়েছেন। বক্সের মধ্যে ইনিগো মার্তিনেজকে ফাউল করেছিলেন পাথে সিস। ভার রিভিউর পরই স্পট কিক পায় বার্সেলোনা।