এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় যুব এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা পদকজয়ী বাংলাদেশের খেলোয়াড়রা -সৌজন্য
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 'দ্বিতীয় যুব এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা-২০২৫'এ এশিয়ার ৩০টি দেশের ১১০০ এর অধিক প্রতিযোগী অংশ নেয়। চলতি মাসের গত ১২ হতে ১৬ তারিখে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় যুব জুজুৎসু দলের ৫জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক খেলায় ৫৭+ কেজি ওজন শ্রেণির ফাইটে নুসাইবা তাসনিম রহমান ১টি রৌপ্য এবং মাশরিফা নাজিয়ান মুগ্ধ ১টি তাম্র পদক জিতে নেন।
আর অনূর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক খেলায় দো-ম্যান ইভেন্টে লিখন সরকার ও তনয় কুমার সরকার ১টি তাম্র পদক এনে বাংলাদেশেরর্ যাংকিংয়ে এ ৮০ পয়েন্ট যোগ করতে সক্ষম হয় এবং -৫৭ কেজি ওজন শ্রেণির ফাইটে শারমিনা বেগম ৪র্থ স্থান অর্জন করেন। তাদের সাফল্যে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন্স নাদিরা আহসান এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।