শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লকি ফার্গুসনকে নিয়ে শঙ্কাই সত্যি হয়েছে। হ্যামস্ট্রিং চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ পেসার। তার জায়গায় কাইল জেমিসনকে ডেকেছে কিউইরা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টিতে চলতি মাসের শুরুতে এই চোট পান ফার্গুসন। প্রথম কোয়ালিফায়ারে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কিন্তু চোটের থাবায় শেষ করতে পারেননি পুরো ম্যাচ। মাঠ ছাড়তে হয়ে তাকে কোটার ওভার শেষ না করতেই। টুর্নামেন্টটিতে দলের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি ফার্গুসন। পাকিস্তানে খেলা ত্রিদেশীয় সিরিজেও তাকে রাখা হয় দলের বাইরে। ফিটনেস পরীক্ষায় গত রোববার আফগানিস্তানের বিপক্ষে গা গরমের ম্যাচে তিন ওভার বোলিং করেন তিনি। এরপরই এলো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার ছিটকে পড়ার ঘোষণা। এখন পর্যন্ত ৬৫ ওয়ানডে খেলা ফার্গুসন এই সংস্করণে গত দুই বিশ্বকাপে কিউইদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আসছে বৈশ্বিক আসরেও তার ওপর থাকত বড় দায়িত্ব। কিন্তু নিউ জিল?্যান্ডের দ্বিতীয় পেসার হিসেবে শুরুর আগেই শেষ হয়ে গেল তার চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে হ্যামস্ট্রিং সমস্যায় ছিটকে পড়েন বেন সিয়ার্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের পেস আক্রমণে অভিজ্ঞ পেসার কেবল একজনই, ম্যাট হেনরি। উইল ও'রোক, জ্যাকব ডাফি, ন্যাথান স্মিথ ও জেমিসনদের কেউ এখন পর্যন্ত খেলেননি ১৫ ওয়ানডে। লম্বা সময় ধরে পিঠের চোটে ভোগা ৩০ বছর জেমিসন জাতীয় দলে ফিরলেন এক বছর পর। গত ফেব্রম্নয়ারিতে সবশেষ দেশের প্রতিনিধিত্ব করেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে। ওয়ানডেতে তার সবশেষ ম্যাচ ২০২৩ সালে বাংলাদেশ বিপক্ষে। চোট কাটিয়ে সুপার স্ম্যাশ টি২০ দিয়ে মাঠে ফেরেন জেমিসন ১০ মাস পর। সেখানে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। প্রতিযোগিতাটিতে রানার্সআপ হওয়া ক্যান্টারবুরির হয়ে ওভারপ্রতি ৫.৯৫ রান দিয়ে ১২ ইনিংসে ১৪ শিকার ধরেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে নিউজিল্যান্ডের।