নেইমারের সঙ্গে গোলের দেখা নেই দীর্ঘদিন। সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে এসে অবশেষে ৫০২ দিন পর গোল খরা কাটিয়েছেন। তাও আবার সেটা করতে পেরেছেন পেনাল্টি থেকে। স্কোরশিটে নেইমারের নাম লেখানোর দিনে সাও পাউলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তাকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস।
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়া নেইমার বক্সে ফাউলের শিকার হলে ১৪ মিনিটে স্পট কিক থেকে গোল করেছেন। তার পর একই ম্যাচে প্রথম অ্যাসিস্টেরও দেখা পেয়েছেন তিনি। তার সহায়তায় চতুর্থ বিভাগের দলকে সহজেই হারিয়েছে সান্তোস। ৩৩ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকার প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বশেষ গোলটি ছিল আল হিলালে ২০২৩ সালের ৩ অক্টোবর। সৌদি ক্লাবটির হয়েও এটি ছিল তার একমাত্র গোল!