শুরু হচ্ছে নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পরই তিনটি দল নিয়ে নারীদের বিপিএল শুরু হওয়ার কথা ছিল। নানা জটিলতায় সেটি আলোর মুখ দেখেনি। তবে নারী বিপিএল না হলেও মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। ১০টি দল নিয়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনে গতবার তৃতীয় স্থানধারী রূপালী ক্রীড়া পরিষদের এবারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৯ দল নিয়ে লিগ শুরু হচ্ছে। এই লিগে অংশগ্রহণ ফিও বাড়িয়েছে বিসিবি। মেয়েদের বিপিএল শুরু হওয়া নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেছেন, 'আমরা বিপিএল আয়োজন করতে পারিনি, মেয়েরা যেন অন্তত এই লিগে ভালো ক্রিকেট খেলতে পারে, সেটাই চাই। এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করছি। মান বজায় রেখে দ্রম্নতই লিগ শেষ করতে চাই। এরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে। গরমের আগে লিগ শেষ করার পরিকল্পনা আছে।' এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (শেল্টেক ক্রিকেট একাডেমি)।