জাতীয় অ্যাথলেটিকস
দেশের দ্রম্নততম মানব ইসমাইল, মানবী শিরিন
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিরিন আক্তার ও মোহাম্মদ ইসমাইল
ইমরানুর রহমান অংশ না নেওয়ায় দেখার অপেক্ষা ছিল দেশের দ্রম্নততম মানবের মুকুট ওঠে কার মাথায়। দারুণ লড়াইয়ের পর সে উত্তর মিলেছে। জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন মোহাম্মদ ইসমাইল। মেয়েদের বিভাগে মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে সোমবার ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং করে দ্রম্নততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর ইসমাইল। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে; ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রাকিবুল। সবশেষ ২০২২ সালের আসরে দ্রম্নততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল।
বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। এই তিন জনের বাইরে ১১ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন কেবল আর একজন; সেনাবাহিনীর মোহাম্মদ তারেক; তার লেগেছে ১০ দশমিক ৯৭ সেকেন্ড।
বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে চারবার দ্রম্নততম মানব হয়েছিলেন ইমরানুর। এবার তার অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ নৌবাহিনীর হয়ে। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট আসেননি দেশে, অংশও নেননি জাতীয় অ্যাথলেটিকসের ৪৮তম আসরে।
গত প্যারিস অলিম্পিকসে অবশ্য ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইমরানুর। দাবি করেছিলেন, চোট লুকিয়ে তাকে ট্র্যাকে নামতে 'বাধ্য' করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে ফেডারেশনের সাথে টানাপোড়েন চলছিল ইমরানুরের।
মেয়েদের বিভাগে ১২ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে দ্রম্নততম মানবীর মুকুট জিতেছেন শিরিন আক্তার। গত আসরে ১২ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে শিরিন সেরা হয়েছিলেন। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে (১২ দশমিক ১৫ সেকেন্ড) পেছনে ফেলেছেন শিরিন।
আর এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন; তিনি দৌড় শেষ করেন ১২ দশমিক ৫০ সেকেন্ডে।