বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

লিটন-মুমিনুলদের তৈরি রাখতে টাইগার্স প্রোগ্রাম

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লিটন-মুমিনুলদের তৈরি রাখতে টাইগার্স প্রোগ্রাম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দেশেও বসে নেই আইসিসি টুর্নামেন্টের স্কোয়াডে সুযোগ না পাওয়া লিটন কুমার দাস, আফিফ হোসেন, শামীম হোসেনরা। নিজেদের প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা।

আন্তর্জাতিক মঞ্চের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার লক্ষ্যে গত কয়েক বছর ধরে চলছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। সেই ধারাবাহিকতায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হয়েছে এবারের প্রোগ্রাম। তবে এখও নির্দিষ্ট ছক সাজানো হয়নি ক্যাম্পের।

আপাতত আগামী ২৫ ফেব্রম্নয়ারি পর্যন্ত ঢাকায়ই চলবে টাইগার্সের কার্যক্রম। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আবার শুরু হতে পারে ক্যাম্প। গত কয়েক বছরের মতো তখন ঢাকার বাইরে যেতে পারেন ক্রিকেটাররা।

প্রথম দিনের অনুশীলনে লিটন, আফিফ, শামীম ছাড়াও ছিলেন মুমিনুল হক, নাঈম হাসান, হাসান মুরাদ, সাদমান ইসলাম, রিপন মন্ডল, মুমিনুল হক, মাহিদুল ইসলামরা। এছাড়া শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলামদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। জতীয় পর্যায়ের কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে শুরু হওয়া ক্যাম্পে ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন মিজানুর রহমান, নাজমুল ইসলাম, তারেক আজিজরা।

পরে লম্বা সময় ধরে চলে তাদের স্কিল চর্চা। লম্বা অনুশীলন সেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম দিনের কার্যক্রমের ধারণা দেন সোহেল,' আজকে ক্যাম্পের শুরুতে এখানে ক্রিকেটার যারা আছে, তাদের সঙ্গে বসা হয়েছিল। তারা ব্যক্তিগতভাবে কোন বিষয় নিয়ে কাজ করতে চায়, স্কিলে কোথায় উন্নতি করতে চায় এসব আলোচনা হয়েছে। এর সঙ্গে ফিটনেসের বিষয়গুলো তো আছেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে