বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সাবিনাদের প্রতি 'প্রতিহিংসাপরায়ণ' হবেন না কোচ পিটার বাটলার

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাবিনাদের প্রতি 'প্রতিহিংসাপরায়ণ' হবেন না কোচ পিটার বাটলার
সাবিনাদের প্রতি 'প্রতিহিংসাপরায়ণ' হবেন না কোচ পিটার বাটলার

শান্তির সাদা পতাকা উড়িয়ে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দাবি করেছেন, চলমান 'বিদ্রোহের' অবসান হয়েছে। যার বিরুদ্ধে সাবিনা-মাসুরাদের এত ক্ষোভ, অভিযোগ-অনুযোগ, সেই কোচ পিটার জেমস বাটলারও বলেছেন, বিদ্রোহীদের প্রতি ক্ষোভ পুষে রাখবেন না তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রোববার সাবিনা-মারিয়াদের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা অবসানের দাবি করেন কিরণ। এরপর পিটার জানান, নিজের অবস্থান। সেখানে এই ইংলিশ কোচের আবেগ ও পেশাদার মনোভাবের মিশেল স্পষ্ট।

ইংলিশ কোচ বাটলার বলেন,' আমি একজন কোচ ও বাবা, এবং অনেক সাধারণ বাংলাদেশির মতো আমারও একটি মেয়ে ও ছেলে আছে, আমি তাদের অন্যর প্রতি শ্রদ্ধাশীল ও নম্র হতে শেখাই, সেভাবে তাদেরকে লালন-পালন করি। আমি শুধু এটাই চাই যে, আমাকে সম্মান করা হোক, কিন্তু তা হয়নি। আমি নির্বোধ নই এবং বুঝতে পারি যে, কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য একটি খেলা হচ্ছে। তবে আমি প্রতিহিংসাপরায়ণ বা খারাপ নই। তবে আমি জাতীয় দলের জন্য মূল্যবান ও সৃষ্টিশীল খেলোয়াড়দের মূল্যায়ন করব এবং সিদ্ধান্ত নেব।'

শেষের কথাগুলো আগেও পিটার বলেছেন একাধিকবার। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়ার বড় আঙিনায় ছোটার মনোভাব এই ইংলিশ কোচের অনেক আগে থেকেই। গত ৩০ জানুয়ারি ১৮ জনের বিদ্রোহের পরও তিনি নতুনদের নিয়ে চালিয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রস্তুতি।

২৬ ফেব্রম্নয়ারি ও ২ মার্চের প্রীতি ম্যাচ দুটি খেলতে ২৪ ফেব্রম্নয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ওই দিন ১৮ জন ফুটবলারও ছুটি পাবেন এবং ক্যাম্প ছাড়বেন। এরপর সাবিনা-মারিয়ারা ক্যাম্পে ফিরে বাফুফের সাথে চুক্তিবদ্ধ হবে এবং পিটারের অধীনে অনুশীলন করবে বলে জানিয়েছেন কিরণ।

পিটার অবশ্য ছুটি এবং সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ পরবর্তী বিষয়গুলো নিয়ে এখনই তেমন একটা ভাবছেন না। তিনি আপাতত মনোনিবেশ করতে চাইছেন আসছে দুই প্রীতি ম্যাচে। তবে এই দুই ম্যাচে 'বিদ্রোহী'দের মধ্যে কয়েকজনকে না পাওয়ার হতাশাও আড়াল করেননি ৫৮ বছর বয়সি কোচ,' এই ১৮ জনের মধ্যে কিছু খেলোয়াড় আছে, যাদের ফুটবল দক্ষতার প্রশংসা করি আমি। কিন্তু তারা দলের ভেতর-বাইরের কিছু মানুষ, পুরুষ এবং মহিলা দ্বারা জোরজবরদস্তির শিকার হয়েছিল। যেখানে আমাদের হাতে অনূর্ধ্ব-২০ বয়সী এমন কঠোর পরিশ্রমী এবং নম্র খেলোয়াড় আছে, সেখানে আশা করি, আমাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খেলোয়াড়দের সাথে কাজ করতে বাধ্য করা হবে না, আসুন আগামী কয়েক সপ্তাহের দিকে মনোনিবেশ করি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে