দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের সর্বশেষ ২০১৯ আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডু ও পোখরায়। এর পরের আসর অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমস কয়েকবার পিছিয়েছে। চলতি বছরের নভেম্বরে গেমস আয়োজনের লক্ষ্যে পাকিস্তান ফেব্রম্নয়ারি মাসে একটি সভা আহ্বান করেছে।
লাহোরে এসএ গেমস সংক্রান্ত সভার সূচি রাখা হয়েছে ২৫-২৬ ফেব্রম্নয়ারি। এই সভায় এসএ গেমসের রূপরেখা অনেকটা নিশ্চিত হবে। বিশেষত গেমসের সময়সূচি ও ডিসিপিস্নন সংখ্যা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এই সভার আমন্ত্রণ গত মাসে পেয়েছে। বিওএ থেকে দুই জন কর্মকর্তা এই সভায় যোগ দেওয়ার জন্য ২৪ ফেব্রম্নয়ারি লাহোরে পৌঁছানোর কথা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিত্ব কে কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে বেশ কয়েকবার সভার সূচি নির্ধারিত থাকলেও অনুষ্ঠিত হয়নি। তবে এবার সভা হবেই এমনটা ধারণা বিওএ'র। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল। এরপর আর গেমস আয়োজনের সুযোগ পায়নি দেশটি। ২০১৯ সালের পর আবারও পাকিস্তানের সামনে সেই সুযোগ এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিসহ দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমসটি এখনও আলোর মুখ দেখেনি।