টানা দ্বিতীয়বার শিরোপা বরিশালের দুর্গে। ঢাকা গস্ন্যাডিয়েটর্স এবং কুমিলস্না ভিক্টোরিয়ান্সের পর মাত্র তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। শুক্রবার রাতে বিপিএলের একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বরিশাল। এমন এক জয়ের পর বেশ উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রম্নপ। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে।