জিম্বাবুয়েকে হারিয়ে আইরিশদের কীর্তি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জিততে শেষ দিন আয়ারল্যান্ডের জন্য বড় হুমকি ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত অবশ্য বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১৮.৩ ওভারের মধ্যেই জয় নিশ্চিত হয়েছে আইরিশদের। তারা স্বাগতিকদের ৬৩ রানে হারিয়েছে। তাতে ১০ ম্যাচের মধ্যে হ্যাটট্রিক টেস্ট জয়ের কীর্তি গড়েছে আয়ারল্যান্ড। এত দ্রম্নত হ্যাটট্রিক টেস্ট জয়ের নজির এটাই প্রথম। তাদের আগে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক টেস্ট জিততে লেগেছিল ১৪টি ম্যাচ। কাঁহাতি স্পিনার ম্যাথু হাম্পফ্রেস ক্যারিয়ার সেরা ৫৭ রানে ৬ উইকেট নিয়েছেন। তার স্পিন বোলিং পার্টনার অ্যান্ডি ম্যাকব্রিন নতুন বলে রিচার্ড এনগারাভাকে তুলে নিলে ২২৮ রানেই শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। শেষ তিন উইকেট তুলে নিতে আইরিশদের সুযোগ তৈরি করতে হয়েছে সাতটি! আর ২৯২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের শেষ আশার প্রতীক হয়েছিলেন ওয়েসলে মাধেভেরে। ১৯৫ বল খেলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। তাকে নবম উইকেট হিসেবে তুলে নিয়েছেন হাম্পফ্রেস। বৃষ্টির কারণে চতুর্থ দিন নষ্ট হয়েছে ৩৭ ওভার। তাই শেষ দিন ম্যাচ শুরু হয় আধা ঘণ্টা আগে।