নারায়ণগঞ্জ কারাগারে জেল প্রিমিয়ার লিগের উদ্বোধন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা কারাগার কতৃক কারা বন্দিদের সুস্থ বিনোদনের অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জ 'জেল প্রিমিয়ার লিগ' টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার ফোরকান ওয়াহিদ। এ ছাড়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলার কারা কর্মকর্তা মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারাগার কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্সত্মএই পাঁচটি দল অংশগ্রহণ করছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ফাইনালে মুখোমুখি হবে। উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বলেন,' কারাগার এখন আর শুধুমাত্র বন্দিশালা নয়, এটি সংশোধনাগার। বন্দিরা শুধুমাত্র শাস্তি ভোগ করবে না, বরং সংশোধিত হয়ে তুন জীবনের পথে এগিয়ে যাবে।' তিনি বন্দিদের মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ জীবনযাপনের জন্য আনন্দ-বিনোদনের পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। নারায়ণগঞ্জ জেলা কারাগারের এই আয়োজন বন্দিদের জন্য নির্মল বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলা এবং সংশোধনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং বন্দিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।