নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবার রাতে লা লিগার ম্যাচে হার এড়ালো রিয়াল মাদ্রিদ। জুলিয়ান আলভারেজের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পে গোল করে তাদের পয়েন্ট এনে দেন। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর এই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল। তাদেরকে টপকে যাওয়ার সুযোগ হারানো অ্যাটলেটিকো (৪৯) এক পয়েন্ট পেছনে থেকে আছে টেবিলের দুইয়ে।
সান্তিয়াগো বার্নাবু্য স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে প্রথম ৪৫ মিনিট দাপট দেখায় অ্যাটলেটিকো। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলভারেজ। বক্সের মধ্যে স্যামুয়েল লিনোকে ফাউল করেন অরেলিয়েন শুয়োমেনি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতির পর গর্জে ওঠে রিয়াল। ৫০তম মিনিটে ফিরে আসা শট জালে পাঠান এমবাপ্পে। আরও কয়েকটি গোল করতে পারতো তারা। কিন্তু দারুণ সব সেভে রিয়ালকে হতাশ করেন জ্যান ওবলাক।
দারুণ ফর্ম নিয়ে বার্নাবু্যতে পা রাখে রিয়াল। সব প্রতিযোগিতা মিলে আগের ২১ ম্যাচে ১৯টি জিতেছে তারা। ২৩ ম্যাচে মাত্র ১৫ বার জালে বল ঢুকতে দেওয়া অ্যাটলেটিকো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যে সেরা ডিফেন্স নিয়ে আছে, তা আবার প্রমাণ করেছে।