শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ক্রিকইনফোর একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্রিকইনফোর একাদশে জায়গা পেলেন যারা

চিটাগাং কিংস ও ফরচুন বরিশালের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নেমেছে বিপিএলের ১১তম আসরের। যেখানে চিটাগংকে হারিয়ে ঢাকা গস্ন্যাডিয়েটর্স ও কুমিলস্না ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে বরিশাল।

এবারের বিপিএলে বিদেশিদের পাশাপাশি লোকাল ক্রিকেটারও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাদের মধ্য থেকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তামিম ইকবাল।

অধিনায়কত্বের পাশাপাশি ওপেনার হিসেবেও রাখা হয়েছে তামিমকে। তার সঙ্গে রয়েছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখকে। তিন নম্বরে রাখা হয়েছে জাকির হাসানকে, যিনি ৩৮৬ রান করেছেন। চার নম্বরে রাখা হয়েছে চিটাগং কিংসের বিদেশি তারকা গ্রাহাম ক্লার্ককে। ১৪ ম্যাচে ৪৩১ রান করেছেন তিনি। আর স্স্নগার হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অলরাউন্ডার কোটায় জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। তবে মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান, ১৩ উইকেট) টুর্নামেন্ট সেরা হলেও একাদশে জায়গা পাননি। ক্রিকইনফোর একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন তাসকিন আহমেদ, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। আর একমাত্র স্পিনার হিসেবে রয়েছে আলিস আল ইসলাম।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে