শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বরিশালে তামিমদের রাজসিক বরণ

ক্রীড়া প্রতিবেদক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বরিশালে তামিমদের রাজসিক বরণ

বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। একটি নয় দুটি বিপিএল শিরোপা নিয়ে বরিশালে গেছেন তামিমরা। সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বাড়িয়ে দিতেই এমন উদ্যোগ ফ্র্যাঞ্চাইজিটির। প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ভক্তরাও। চ্যাম্পিয়নদের বরণ করতে জড়ো হয়েছেন হাজারও মানুষ।

রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চাটার্ড বিমানে করে বরিশাল বিমানবন্দরের পৌঁছান তামিমরা। মুশফিক, মাহমুদউলস্নাহ, নাজমুল শান্তসহ দলটির সিনিয়র প্রায় সব ক্রিকেটারই উপস্থিত থাকবেন। তিন ঘণ্টার মতো তারা সেখানে অবস্থান করবেন। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি থাকায় মুশফিক-শান্তদের ব্যস্ততা কমেনি। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে চলতি সপ্তাহেই দেশ ছাড়বেন তারা।

বরিশালের টিমবাসে করে বিমানবন্দর ছেড়েছেন তারা। প্রথমে লাঞ্চ করার কথা রয়েছে ক্রিকেটারদের। এরপর ক্রিকেটাররা বেলস পার্কে জড়ো হবেন। ওখানে একটা ছোটোখাটো কনসার্ট অনুষ্ঠিত হবে। ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই আয়োজন হবে। এরপরই আবার ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নেয় চ্যাম্পিয়নরা।

এদিকে, গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছে গেস্নাবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। তবে এই টুর্নামেন্টে বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। এবার গেস্নাবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে বরিশাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে