শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভাঙা-গড়ার পালায় এবার কেমন দল গড়ল আবাহনী?

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু ৩ মার্চ
ক্রীড়া প্যতিবেদক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভাঙা-গড়ার পালায় এবার কেমন দল গড়ল আবাহনী?
ভাঙা-গড়ার পালায় এবার কেমন দল গড়ল আবাহনী?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ক্লাব কর্তা, কোচ ও ক্রিকেটারদের কর্ম ব্যস্ততা। এখন চলছে ক্লাবগুলোর ক্রিকেটার সংগ্রহের কাজ। ঘর গোছানোর কাজ। কথাবার্তা, দেন-দরবার শেষে পাকা কথা হওয়া মাত্র অগ্রিম অর্থ প্রদান করা হচ্ছে ক্রিকেটারদের।

জানা গেছে, আগামী ২২ ও ২৩ ফেব্রম্নয়ারি দুইদিন ব্যাপী দলবদল অনুষ্ঠান। সেখানে দলবদলের আনুষ্ঠানিক কাজকর্ম সারবেন ক্রিকেটাররা। ক্লাবগুলো পছন্দের ক্রিকেটারদের দিয়ে ২০২৫ সালের প্রিমিয়ার লিগের নতুন দল সাজাবেন।

সময়ের প্রবাহে বদলে যায় কত কিছুই! ঢাকার ক্লাব ক্রিকেটের দলবদলের চালচিত্রও পাল্টেছে অনেক। একটা সময় দলবদলের ২-৩ দিন আগে পর্যন্ত ক্লাবপাড়ায় বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা যেত। ক্রিকেট কর্তারা হন্যে হয়ে নতুন বছরের দল সাজাতে এ ক্রিকেটার, ও ক্রিকেটারের সঙ্গে কথা বলতেন। দরদাম চলত। তারপর রফা বা কথা পাকাপোক্ত হলে আগাম অর্থ দিয়ে তাকে দলে টেনে নিতেন।

এখন আর অত দেরি করে দলবদলের কাজ সম্পাদিত হয় না। ক্রিকেটার ও কর্মকর্তারা দুপক্ষই অনেক বেশি সচেতন। আগে ভাগে কথাবার্তা চূড়ান্ত করে অ্যাডভান্স দিয়ে সব কিছু ফাইনাল করে রাখেন। তারপর দলবদলের সময় শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ক্যালেন্ডারের পাতা উল্টে হিসাব করলে ঢাকার ক্লাব ক্রিকেটের দলবদলের বাকি আর ১২ দিন। আগামী ২২ ফেব্রম্নয়ারি শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল। কিন্তু সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর ঘর গোছানোর কাজ, ক্রিকেটার দলে টানার কাজ শুরু হয়ে গেছে আগেই। বিপিএলের মধ্যেও সে কার্যক্রম চলছিল নিরবে, নিভৃতে। আর ৭ ফেব্রম্নয়ারি ফাইনালের পর থেকে ঢাকার ক্লাব ক্রিকেটের এ মৌসুমের দল গঠনের কাজে নেমে পড়েছেন ক্লাব কর্তারা।

ঐতিহ্যবাহী মোহামেডান এবার তারকানির্ভর দল গড়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। 'পঞ্চ পান্ডবের' তিন পান্ডব-তামিম, মুশফিক আর মাহমুদউলস্নাহ একসঙ্গে মোহামেডানে। এর মধ্যে অভিজ্ঞ মাহমুদউলস্নাহ আগের মৌসুমেও মোহামেডানে খেলেছেন। তামিম ও মুশফিক আবার নতুন করে সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন। সঙ্গে তাওহিদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে প্রথমবার দলে টানার কাজও শেষ করেছে সাদা-কালোরা।

এদিকে জনপ্রিয় মোহামেডানের পাশাপাশি ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বাধিক ট্রফি বিজয়ী এবং গত চার লিগের মধ্যে তিনবারের চ্যাম্পিয়ন আকাশী-হলুদ শিবির আবাহনী কেমন দল গড়েছে, তা নিয়েও পাঠকদের কৌতূহল রয়েছে। বলার অপেক্ষা রাখে না, ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবাহনী ম্যানেজমেন্টেও পরিবর্তন এসেছে। এক যুগ কাটানো কোচ খালেদ মাহমুদ সুজন এবার নেই।

নতুন কোচ হিসেবে আবাহনীতে যোগ দিয়েছেন হান্নান সরকার। সদ্য জাতীয় দলের নির্বাচক পদ ছেড়ে দেওয়া জাতীয় দলের সাবেক ওপেনার এবার আবাহনীর নতুন দ্রোণাচার্য। আবাহনী ছিল কাগজে-কলমে গত ২-৩ বছরের এক নম্বর দল। জাতীয় দলের ১০-১২ জন ক্রিকেটারে ঠাসা ছিল ধানমন্ডির ঐ ক্লাব। কিন্তু এবার আবাহনী প্রায় ভাঙা হাট।

লিটন দাস, নাইম শেখ, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, সাইফউদ্দিন ও তানজিম সাকিবসহ এক ঝাঁক নামী ও প্রতিষ্ঠিত ক্রিকেটার ইতোমধ্যেই আবাহনী ছেড়ে নতুন দলে যোগ দেওয়ার কাজ সেরেছেন। পুরোনো মুখ বলতে তিন জেনুইন ব্যাটার-নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রম্নব এবং বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

আবাহনী কর্তারা নিশ্চিত করেছেন, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন আর আফিফ হোসেন ধ্রম্নব এবারও আবাহনীতে থাকছেন। নাইম শেখ, লিটন, হৃদয় ও জাকের আলী অনিকের মতো ব্যাটারদের ঘাটতি পূরণে আবাহনী পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ মিঠুনকে দলে টানছে। এদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। বিপিএলে চিটাগাং কিংসের ওপেনার পারভেজ ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে এবার ক্লাব ক্রিকেটে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে।

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, দ্রম্নতগতির বোলার নাহিদ রানা, রিপন মন্ডল এবং মৃতু্যঞ্জয় চৌধুরীও আবাহনীর হয়েই খেলবেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দুই তরুণ অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ও এসএম মেহরুব-এরও আবাহনীর হয়ে খেলা একপ্রকার নিশ্চিত।

এদিকে আগেই জানা 'পঞ্চপান্ডবের' অন্যতম তিনজন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউলস্না রিয়াদ এবার খেলবেন মোহামেডানে। এরমধ্যে মাহমুদউলস্নাহ গত দুই বছর ধরেই সাদা-কালো জার্সি গায়ে খেলছেন। তামিম ও মুশফিক আবার ফিরছেন পুেেরানা ঢেরায়। তাদের সঙ্গে থাকবেন আরও এক ঝাঁক নামী ক্রিকেটার। সেই তালিকার সর্বশেষ সংযোজন তাওহিদ হৃদয়।

নির্ভরযোগ্য সূত্রের খবর, শনিবার দুপুরের আগেই হৃদয়ের সাথে কথা-বার্তা চূড়ান্ত হয়েছে মোহামেডানের। তবে মেহেদী হাসান মিরাজকে মোহামেডানে দেখা যাবে কিনা সন্দেহ। জানা গেছে, মিরাজ এবার পবিত্র মাহে রমজানে ওমরাহ করতে চাচ্ছেন। আর ঠিক ওই সময়ে প্রিমিয়ার লিগ চলবে। তাই মিরাজ সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে