শেষ পর্যন্ত বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন সাবেক ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। ৩৬ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানান তিনি। বৃহস্পতিবার রাতে সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে অবসরের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্সেলো বলেন,' একজন খেলোয়াড় হিসেবে আমার পথচলা এখানেই শেষ, তবে ফুটবলকে দেওয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।'
মাস তিনেক আগে কোচের সঙ্গে বিতন্ডায় জড়ানোয় মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলিয়ান সিরি আর ক্লাব ফ্লুমিনেন্স। এরপর থেকেই ক্লাবহীন ছিলেন তিনি। এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেও কোনো ক্লাব খুঁজে না পাওয়ায় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেন তিনি।