শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মেক্সিকান ক্লাবে রামোস

ক্রীড়া ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মেক্সিকান ক্লাবে রামোস
ইংলিশ লিগ কাপে টটেনহ্যামের বিপক্ষে গোল করে উচ্ছ্বাস করছেন লিভারপুলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা -ওয়েবসাইট

এক বছরের চুক্তিতে মেক্সিকান ক্লাব মন্টেরিতে যোগ দিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী সার্জিও রামোস। বৃহস্পতিবার রাতে ক্লাবটি এই খবর জানিয়েছে। বাল্যকালের ক্লাব সেভিয়া ছাড়ার সাত মাস পর মন্টেরিতে যোগ দিলেন ৩৮ বছর বয়সি রামোস।

একটি ভিডিও দিয়ে মন্টেরি তাদের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে লিখেছে, 'নীল ও সাদা জার্সি রক্ষা করতে প্রস্তুত ৯৩ নম্বর।' ২০০৩-০৪ মৌসুমে সেভিয়াতে লা লিগা অভিষেক হয়েছিল রামোসের। দুই বছর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ২২ শিরোপা জেতেন। পাঁচটি লা লিগা, চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও চার ক্লাব বিশ্বকাপ ট্রফি জেতেন তিনি। পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে একটি লিগ ওয়ান জেতেন রামোস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে