শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কালোবাজারে চড়া দামে ফাইনালের টিকিট

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালোবাজারে চড়া দামে ফাইনালের টিকিট
.

ভোর সাড়ে ৬টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন শেরপুরের আসাদ। অনলাইনে বিপিএল ফাইনালের টিকিট না পেয়ে শেষ ভরসা হিসেবে সরাসরি স্টেডিয়ামে চলে আসেন। ছয় বন্ধুকে নিয়ে মিরপুরে এসেও আসাদের চোখেমুখে হতাশা। শুক্রবার সকালে সুইমিং ফেডারেশনের সামনের নির্ধারিত বুথে এসে টিকিট পাননি। আসাদের মতো অবস্থা আরও অনেকেরই। ধানমন্ডি, সাভার থেকে আসা অনেকেই পাননি টিকিটের দেখা। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ বলা চলে এই ফাইনালকে। স্টেডিয়ামে প্রবেশের সব গেইটেই এখন দর্শকদের ভিড়। কেউ টিকিট নামের সেই সোনার হরিণ পেয়েছেন, আর কেউ এখনও পর্যন্ত খুঁজছেন। প্রত্যাশা নির্ধারিত সময়ের আগে মাঠে প্রবেশের ব্যবস্থা হবে তাদের। টিকিট নিয়ে কথা বলতে গিয়ে আসাদ বলেন, 'সকাল থেকে এখানে এসে নির্ধারিত লাইনে দাঁড়াই। বুথ থেকে বলা হয়েছিল সকাল ৯টায় টিকিট ছাড়া হবে। কিন্তু নির্ধারিত সেই সময়ের অনেকটা পরেও পাওয়া যায়নি টিকিট। সেখানে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই অন্য উপায়ে টিকিট সংগ্রহের চেষ্টায় আছি।' ৪০০ বা ৫০০ টাকার টিকিটের জন্য হাঁকানো হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত। শহীদ মুশতাক বা শহীদ জুয়েল স্ট্যান্ডের ১ হাজার টাকার টিকিটের জন্য চাওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকার বেশি। অন্য উপায়ের সন্ধানে বলতে কালোবাজারির টিকিট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন আবাসিক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে হাতে টিকিট। খোঁজ নিয়ে জানা গেল ৪০০ বা ৫০০ টাকার টিকিটের জন্য হাঁকানো হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত। শহীদ মুশতাক বা শহীদ জুয়েল স্ট্যান্ডের ১ হাজার টাকার টিকিটের জন্য চাওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকার বেশি। মতিঝিল থেকে আসা শিবলু অনেকটা হতাশা নিয়েই বলে বসলেন, 'মনে হচ্ছে এখানকার স্থানীয় জনতাই এখন বিসিবি। টিকিট সব তাদেরই হাতে।' তবে এমন উন্মাদনার মাঝেও কেউ কেউ বাজেটের মাঝে কিনছেন টিকিট। তাদের চোখেমুখে ভর করেছে আনন্দ। স্টেডিয়ামের প্রবেশমুখে যারা আছেন, তাদের চোখেমুখে তৃপ্তির হাসি। প্রিয় দলকে সমর্থন জানানোর সব রসদও প্রস্তুত তাদের হাতে। এখন অপেক্ষা হাউজফুল দর্শকের সামনে মাঠের খেলা শুরু হওয়ার। এদিকে, ফাইনাল ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে দুপুরের আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। আগত দর্শকদের ভোগান্তি যাতে না হয়, তাই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, যেহেতু কোনো টিকিট অবিক্রীত নেই। এমন অবস্থায়, জাতীয় সুইমিং কমপেস্নক্স সংলগ্ন টিকেট বুথের কাছে অথবা স্টেডিয়ামের আশপাশে ফাইনালের টিকেটের সন্ধান না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এর আগে মিরপুরে বিপিএলের ম্যাচের টিকিট নিয়ে কম বিশৃঙ্খলা হয়নি। বিক্ষুব্ধ দর্শকরা টিকিট কাউন্টারে আগুণ ধরিয়ে দিয়েছিল। যদিও এবার অনলাইনে টিকিট বিক্রিতেই বেশি জোর দিচ্ছে বিসিবি। এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের বুথ থেকেও সংগ্রহ করা গেছে টিকিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে