চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনার জন্য বুধবার আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি। ১৫ জনের সেই তালিকায় ভারতের কোনো আম্পায়ার না থাকলেও রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী ১৯ ফেব্রম্নয়ারি ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেনু্যতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
১২ জন আম্পায়ারের একটি প্যানেল আসন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে আছেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকার। এরা সবাই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। ক্যাটেলবোরো ও ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। ম্যাচরেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রম্ন পাইক্রফট। বুন গত আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন।
আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।