জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বয়কট ইসু্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিশেষ কমিটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোচ ও ১৮ জন খেলোয়াড়ের মধ্যে একরকম চাপা উত্তেজনা চলছে। তাতে মানাসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী দলের সদস্যরা। কেউ কেউ তো মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া কিংবা ডিফেন্ডার মাসুরা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তুলেও ধরেছেন।
আগের দিন অর্থাৎ মঙ্গলবার এমন ঘটনা বাইরে চলে আসার পর ওদিন রাতেই বাফুফে নারী খেলোয়াড়দের নিয়ে মনোবিদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকাল থেকে একজন মনোবিদ মেয়েদের নিয়ে কাজও শুরু করেছেন। বাফুফে ভবনে এসে সেই মনোবিদ সবার সঙ্গে আলাদা করে কথা বলছেন। বোঝার চেষ্টা করছেন, কার কী সমস্যা। মানসিকভাবে মেয়েরা যেন ভেঙে না পড়েন- সেই চেষ্টা চলছে। বাফুফের একজন কর্মকর্তা সংবাম মাধ্যমকে বলেন,'আমরা রাতেই সুমাইয়ার সঙ্গে কথা বলেছি। তার কী সমস্যা সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বলেছি সুমাইয়ার বিষয়টি দেখতে। এছাড়া যা বুজলাম তাদের একজন মনোবিদ দরকার। যেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। তাই বুধবার সকাল থেকে বাফুফে ভবনে এসে একজন মনোবিদ সবার সঙ্গে কথা বলছেন। আসলে আমরা মেয়েদের পাশে আছি। তাদের যেন কোনও সমস্যা না হয়, তার জন্য সবকিছু দেখা হচ্ছে।'
এদিকে গুরুতর অভিযোগ করেছেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। নিজের স্বীকৃত ফেসবুক পেজে তিনি লিখেছেন, গত কয়েক দিনে অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দায়ীদের বিরুদ্ধে।
অনাকাঙ্িক্ষত পরিস্থিতির মাঝে গতকাল মঙ্গলবার ২৩ বছর বয়সি ফরোয়ার্ড সুমাইয়া করেছেন ভয়ঙ্কর অভিযোগ। হত্যা ও ধর্ষণের হুমকিতে প্রচন্ড আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফে জানিয়েছে, হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা,' বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে উদ্দেশ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর প্রতিক্রিয়া হিসেবে বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।'
বিবৃতিতে আরও উলেস্নখ করা হয়েছে,'কোনো ক্রীড়াবিদ তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য নিগ্রহের সম্মুখীন হতে পারে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রম্নতিবদ্ধ।'