নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে ক্রিকেট

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
'এসো দেশ বদলাই' পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে নীলফামারীতে ক্রিকেট টুর্নামেন্ট (টি-টেন) শুরু হয়েছে। মঙ্গলবার নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইসমাইল হোসেন ও টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ ও ডিমলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ দল অংশ গ্রহণ করছে। তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে ৫২ দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।