তারাজুন যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় তারাজুন যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৩ ফেব্রম্নয়ারি সোমবার রাতে কড়িতলা বাজারে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও কড়িতলা ব্যাডমিন্টন ক্লাবের সদস্য রাজু আহম্মেদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী অধ্যাপক নূর মোহাম্মাদ খাঁন শাহিন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক। খেলা কমিটি সহ-সভাপতি বক্তব্য রাখেন উপজেলা স্বেছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা ওবাইদুর রহমান, সহকারি অধ্যাপক নুর মোহাম্মাদ, জাপান প্রবাসী এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ভুট্টু।