সবার জন্য 'আওয়াজ' তুললেন মিঠুন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলোচিত ফিক্সিং ইসু্যটি প্রশ্ন হয়ে আসবে তা জানতেন চিটাগাং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। যখন এলো, মিঠুন বিচলিত হলেন না একটু-ও। বরং মুখে হাসি নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে তার সরল জবাব,' আমি তো বলে দিয়েছি-যা বলার।' মিথুনের হাসি থামে না। পাল্টা প্রশ্ন যায়, 'ফিক্সিংয়ের অভিযোগ আসলে কতটা পীড়াদায়ক। 'উত্তরটা, এটা দুঃখজনক।' উত্তরের বাকি অংশ জানার আগে পটভূমি পরিস্কার করা যাক। বিপিএলে এবার পারিশ্রমিক জটিলতা টক অব দ্য টাউন। সঙ্গে যোগ হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। গণমাধ্যমে এসেছে, ম্যাচ গড়াপেটার অভিযোগ চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের বিরুদ্ধে। গণমাধ্যমে বিষয়টি আসায় ক্ষেপেছেন মিঠুন এবং তার দল চিটাগাং কিংস। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে মিঠুন নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেই সময়টায় মিঠুন কেবল নিজের কথা বলেছিলেন। তাকে বলতে দেখা যায়,'আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে। আমার যে ১৫ বছরের সম্মান, সেই সম্মানটা নষ্ট হচ্ছে। আমার মানহানি মানে...এই বিষয়টাতে আমি কখনো ছাড় দিই না। আমার সম্মান নিয়ে কেউ খেলবে এটা নিয়ে আমি কোনো ছাড় দিই না।' নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিঠুন সেদিন আরো বলেছিলেন,' যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি। কারণ আমি জানি, আমি কী। আমার ভেতরে কী আছে, আমার থেকে ভালো কেউ জানে না।' সেদিনের পর মিঠুন সোমবার রাতেই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন। ফিক্সিং ইসু্যতে এবারও তার মুখ খুলতে হলো। তবে এবার মিঠুন শুধু নিজের জন্য নয়, সব ক্রিকেটারের হয়ে,'আওয়াজ' তুললেন, এটা দুঃখজনক। যে কারো ব্যাপারে যদি কোনো কিছু লিখতে হয় বা বলতে হয়, সেটা প্রপার ডকুমেন্টসহ যাচাই বাছাই করে বলা উচিত। এটা শুধু আমার জন্য না। সবার জন্যই প্রযোজ্য।'