'এসো দেশ বদলায় পুরা পৃথিবী বদলায়'এ স্স্নোগানে তারুণ্য উৎসব উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ ষ্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসারের সভাপতিত্বে ও ক্রীড়া সাংবাদিক দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্য সচীব এম এম মাহবুবুর রশীদ লাভলু,ক্রীড়া সংগঠক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, মোঃ ইনামুল ইসলাম,সাংবাদিক আব্দুস সাত্তার,আসাদুর রহমান সহ ক্রীড়া সংগঠক,বিভিন্ন দলের টিম ম্যানেজার,কোচ,আম্পায়ার ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।