ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ ক্রিকেটে বিস্ফোরক সব ইনিংস খেলছেন ভারতের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার রাতে ৩৭ বলে অভিষেক শর্মার ঝোড়ো সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি গড়ে ভারত। আন্তর্জাতিক টি২০তে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়া অভিষেক ছক্কার রেকর্ডও ভেঙেছেন। এ ছাড়া এদিন ম্যাচে ১৩টি ছক্কা হাঁকান।
৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জয়ের পর ভারতের কোচ গৌতম গম্ভীর জানালেন, উইকেট পড়লেও কমবে না রান তোলার গতি। লক্ষ্য ২৫০ রান। সেটা করতে গিয়ে যদি ১২০ রানে দল অলআউট হয়ে যায়, তাও কোনো সমস্যা নেই। আপাতত এই মেজাজ নিয়ে টি২০ ক্রিকেট খেলছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই টি২০'র মেজাজ নিয়ে খেলতে নামবেন তারা। এমনটাই বললেন গম্ভীর।
ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার পরে লাল বলের ক্রিকেটে আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করেছিল দল। ম্যাকালামের ডাক নাম অনুয়ায়ী এই ধরনের খেলাকে বল হয় 'বাজবল'। সেই ধরনের ক্রিকেটই ভারতীয় দলের কাছেও চান গম্ভীর। তিনি চান 'বাজবল'-এর ভারতীয় সংস্করণ। শুধু টি২০ নয়, একদিনের ক্রিকেটেও একই ধরনের মানসিকতা চান তিনি। 'টি২০ ফরম্যাটে এই ক্রিকেটটাই খেলতে চাই। আমাদের হারের ভয় নেই। ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। দলের সবার এই মানসিকতা নিয়েই খেলে থাকেন। গত ছয় মাসধরে ধরে সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলছে। বলতে পারেন নিঃস্বার্থ ক্রিকেট খেলছে।'
প্রতি ম্যাচে ২৫০ রান করার লক্ষ্য নিয়ে নামলে কোনও ম্যাচে ১২০ রানে অলআউট হয়ে যেতে পারে দল। সেই ঝুঁকির কথা মানছেন গম্ভীর। তবে তাতে পরিকল্পনা বদলাবেন না তারা। ভারতের কোচ বলেন, 'আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করতে চাই। সেটা করতে গিয়ে যদি কোনো ম্যাচে ১২০-১৩০ রানে অলআউট হয়ে যাই তাতে কোনো সমস্যা নেই। ঝুঁকি না নিলে হবে না। আমার মতে, আমরা ঠিক দিকে এগোচ্ছি। বড় প্রতিযোগিতাতেও এই ভাবেই খেলব দল।'
গম্ভীরের মতে, আগ্রাসন কমবে না। তিনি বলেন, 'টি২২০তে যে মেজাজে খেলছি, সেই মেজাজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই। আমরা দর্শকদের আনন্দ দিতে চাই। সাদা বলের ক্রিকেট অনেক বদলে গিয়েছে। এখানে ঝুঁকি না নিলে হবে না। সেটা নিতে আমরা তৈরি।'