লংকানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমে চমৎকার বোলিং উপহার দিলেন ম্যাথু কুনেমান। অভিজ্ঞ ন্যাথান লায়নও নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারলেন না শ্রীলংকার ব্যাটসম্যানরা। স্বাগতিকদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
গলে প্রথম টেস্টে শনিবার অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও ২৪২ রানে। শ্রীলংকার বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে। এশিয়ায়ও এটি অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল তারা। সাদা পোশাকে এর চেয়ে বড় হার নেই শ্রীলংকার। আগেরটি ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে। একই মাঠে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
অস্ট্রেলিয়াকে বিশাল এই জয়ের ভিতটা গড়ে দেন ব্যাটসম্যানরা। উসমান খাজার ডাবল সেঞ্চুরি, স্টিভেন স্মিথ ও জশ ইংলিসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করা খাওয়াজা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
পরে অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নেন স্পিনাররা। শ্রীলংকার ২০ উইকেটের ১৭টিই স্পিনারদের শিকার। প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন বাঁহাতি স্পিনার কুনেমান। অফ স্পিনার লায়নের প্রাপ্তি মোট ৭ উইকেট। আরেক অফ স্পিনার টড মার্ফি নেন এক উইকেট। বাকি তিন উইকেট পেসার মিচেল স্টার্কের।
ম্যাচ থেকে প্রথম ইনিংসেই ছিটকে পড়ে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্রেফ ১৬৫ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৫ উইকেট হারায় কেবল ৯ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা যেতে পারে ২৪৭ পর্যন্ত। দিনের সপ্তম ওভারে কুসাল মেন্ডিসকে ফিরিয়ে দেন কুনেমান। এরপর আর বেশিক্ষণ টেকেনি লঙ্কানরা। পরের ওভারেই বিদায় নেন ইনিংসে একমাত্র ফিফটি করা দিনেশ চান্দিমাল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৯ চারে ৭২ রান করা টপ অর্ডার ব্যাটসম্যান।
পরের তিন ওভারে বাকি তিন উইকেটও হারিয়ে ফেলে শ্রীলংকা। যার মধ্যে দুই শিকার ধরে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট পূর্ণ করেন ২০২৩ সালের মার্চের পর টেস্টে ফেরা কুনেমান। প্রথম ইনিংস শেষে ৪৮৯ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ফলো-অন করায় প্রতিপক্ষকে। এবারও শুরুটা ভালো হয়নি শ্রীলংকার।