বাংলাদেশ ম্যাচের টিকিট আগ্রহ তুঙ্গে

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনলাইনে ছাড়া হয়েছিল ৩০ শতাংশ টিকিট। কিন্তু সেটা টেকেনি খুব একটা সময়। গত মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর কিছু অংশের টিকিট অনলাইনে বিক্রি শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার মধ্যে ছিল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও। তবে দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে ঘণ্টাখানেকের মাঝেই শেষ হয়ে যায় সেই ম্যাচের টিকিট। পরবর্তীতে এই বাড়তি চাহিদার সুবিধাও নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশটি। বাংলাদেশ বনাম পাকিস্তানের সেই ম্যাচের বাকি ৭০ শতাংশ টিকিটের দাম ১০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট অনলাইনে ছাড়ার পর থেকেই ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক সাড়া দেখা দিয়েছে। সবমিলিয়ে তিনটি ম্যাচের টিকিট এরইমাঝে অনলাইনে পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র। অবশ্য সেই ম্যাচগুলোর ৩০ শতাংশ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। বাকি ৭০ শতাংশ টিকিট বিকরি শুরু হবে আগামী ৩ ফেব্রম্নয়ারি থেকে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও এই তালিকায় আছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার আসরের উদ্বোধনী ম্যাচ। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের সবগুলো অনলাইন টিকিটও বিক্রি হয়েছে। টিকিটের এমন চাহিদার কথা বিবেচনায় রেখেই বাকি ম্যাচগুলোর অনলাইনে টিকিটের মূল্য ১০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছেন পিসিবির ওই মুখপাত্র।