সায়মা শাহজাহান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া উপজেলার সদরে অবস্থিত সায়মা শাহজাহান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠান মাঠে বৃহস্পতিবার এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ওসি মিজানুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আঃ হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ি জসিম উদ্দিন খোকন, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষক সাংবাদিক লুৎফর রহমান ভুঁইয়া, জামায়াত নেতা সাইফুল ইসলাম সহ সাংবাদিক, সুধীবৃন্দ ও অভিবাবকবৃন্দ এসময় উপস্'িত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতির চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণ ক্রিড়া সংস্কৃতির চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাপিয়ন হওয়ার মতো অর্জন করতে হবে।