বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রোনালদোর '৭০০'

ক্রীড়া ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রোনালদোর '৭০০'
রোনালদোর '৭০০'

ক্রিশ্চিয়ানো রোনালদো আর রেকর্ড যেন একই সুতোয় গাঁথা। পর্তুগিজ উইঙ্গার মাঠে নামলে কিংবা গোল করলেই কোন রেকর্ড গড়লেন কিংবা মাইলফলক ছুঁলেন, তা নিয়ে খোঁজ শুরু হয়। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল রাইদের বিপক্ষে আল নাসরের জয়েও স্মরণীয় এক মাইলফলকে নাম লিখলেন সিআরসেভেন। ৩৯ বছর বয়সি রোনালদো ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ৭০০ অফিসিয়াল ক্লাব জয় পেয়েছেন তিনি।

লিগে আল রাইদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রথম গোলে অ্যাসিস্টের পর ফ্রি কিক থেকে দলের দ্বিতীয় গোল করেন রোনালদো। সৌদি দলের হয়ে ৯৪ ম্যাচে ৮৫ গোল হলো তার। তবে রেকর্ডটি গোলের নয়, হয়েছে ৭০০ জয়ের। রোনালদো এরই মধ্যে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক পেছনে ফেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে