বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিপিএলের আট খেলায় ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ!

ক্রীড়া ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিপিএলের আট খেলায় ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ!
বিপিএলের আট খেলায় ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে শোরগোল পড়ে গেছে। খেলোয়াড়দের নির্ধারিত সময়ের মধ্যে পারিশ্রমিক পরিশোধ না করায় দুর্বার রাজশাহীতে জেরবার অবস্থা। এরই মধ্যে জানা গেল, এবারের আসরের অন্তত আটটি ম্যাচকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে অ্যান্টি করাপশন ইউনিট এই ম্যাচগুলো নিয়ে তদন্ত করবে।

আর এই মৌসুমে অস্বাভাবিক নো বল হয়েছে, কেউ কেউ প্রায় এক ফুট দূরে পা ফেলে বল করেছেন। পিচের বাইরেও বল পড়েছে কয়েকবার। তাছাড়া খেলোয়াড় বাছাইয়েও দেখা গেছে অস্বাভাবিকতা।

দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, অন্তত ১০ জন খেলোয়াড় ও চার ফ্র্যাঞ্চাইজিকে মনিটর করছে এসিইউ। ১০ জন ক্রিকেটারের মধ্যে ছয়জন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। দুইজন বয়সভিত্তিক পর্যায়ের বাংলাদেশি খেলোয়াড় এবং দুইজন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বেশি ১২টি সন্দেহজন কর্মকান্ড। সিলেট স্ট্রাইকার্সের ছয়টি এবং চিটাগং কিংসের রয়েছে দুটি।

যে আট ম্যাচ নিয়ে সন্দেহ রয়েছে, সেগুলো হলো ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), দুর্বরা রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস (১২ জানুয়ারি), চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স (১৩ জানুয়ারি), ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স (২২ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (২২ জানুয়ারি), দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স (২৩ জানুয়ারি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে