বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
টাঙ্গাইলে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' প্রতিপাদ্যে টাঙ্গাইল এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ক্যাম্পাসে দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ফিতা কেটে ওই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খেলার আয়োজক সূত্রে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির আয়োজনে জেলার ১২টি উপজেলা এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ৪৮জন কর্মকর্তা-কর্মচারী পৃথক চারটি গ্রম্নপে বিভক্ত হয়ে ২৪টি খেলায় অংশগ্রহণ করবেন। পরে গ্রম্নপ বিজয়ী খেলোয়ারদের মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ১২ ও ১৪ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে।

রেফারী হিসেবে টুর্নামেন্ট পরিচালনা করছেন, সাকিব আল হাসান। সহকারী রেফারী হিসেবে টুর্নামেন্টে সহযোগিতা করেন, শাহেদ, শাহীন, নায়েব আলী ও মাহফুজ। শাহ্‌ সিমেন্টের সহযোগিতায় আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল এলজিইডি দপ্তর ও জেলার ১২টি উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে