অক্টোবরেই টি২০'র দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। সেই রেকর্ড টিকল না বেশিদিন। এবার তাদের পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের দল বারোদা। রেকর্ডটি হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
ছক্কা বৃষ্টিতে ৫ উইকেটে রেকর্ড ৩৪৯ রান সংগ্রহ করেছে বারোদা, যা এই ফর?ম্যাটে এখন সর্বোচ্চ দলীয় ইনিংস। টুর্নামেন্টের আগের সর্বোচ্চ রানটি ছিল পাঞ্জাবের ২৭৫। গত মৌসুমেই এই রান তারা করেছিল। আর গত অক্টোবরে ৩৪৪ রান তুলে রেকর্ড সর্বোচ্চ ইনিংস খেলেছিল জিম্বাবুয়ে। প্রতিপক্ষ ছিল গাম্বিয়া।
বারোদা অধিনায়ক ভানু পানিয়াই ছিলেন বিস্ফোরক ব্যাটিংয়ের মূল কারিগর। ৫১ বলে ৫ চার ও ১৫ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন তিনি! তাছাড়া ১৭ বলে ৫৫ রান করেছেন শিভালিক শর্মা।